আপন মাঝে সবই আছে
ডানে স্বর্গ বায়ে নরক
পেছনে তোর দুনিয়া
নেরে মানব নেরে তুই
নেরে একটা বুঝিয়া
আপন মাঝে আছেরে সব
পাবি হেথায় খুঁজিয়া
মক্কা বলো কাশি বলো ,
বলনারে ঐ বৃন্দাবন
সবার চেয়ে পবিত্র তোর
আপনারই ঐ আপন মন
চলন বলন করনারে তুই
সত্য ন্যায়ের পথ দিয়া
আল্লা বলো ঈশ্বর বলো
বলনারে ঐ ভগবান
একজন সে সৃষ্টি কর্তা
সবি যে তার অবদান
ভজন সাধন করনারে তুই
ডাকনা তারে প্রান দিয়া
পেছনে তোর দুনিয়া
নেরে মানব নেরে তুই
নেরে একটা বুঝিয়া
আপন মাঝে আছেরে সব
পাবি হেথায় খুঁজিয়া
মক্কা বলো কাশি বলো ,
বলনারে ঐ বৃন্দাবন
সবার চেয়ে পবিত্র তোর
আপনারই ঐ আপন মন
চলন বলন করনারে তুই
সত্য ন্যায়ের পথ দিয়া
আল্লা বলো ঈশ্বর বলো
বলনারে ঐ ভগবান
একজন সে সৃষ্টি কর্তা
সবি যে তার অবদান
ভজন সাধন করনারে তুই
ডাকনা তারে প্রান দিয়া
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১২/০৫/২০১৪ভালো লিখেছেন
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪অসাধারণ।
-
সাইফুর রহমান ২৭/০৪/২০১৪darun!
-
এস,বি, (পিটুল) ২৬/০৪/২০১৪nice
-
অনিত্য ২৫/০৪/২০১৪আপনার কবিতা পড়ে মনে পড়ে গেলোঃ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর