আধার পথে চলি
মাপ করে দিসরে আল্লা,
ক্ষমা করে দিস
জীবনে যা ভুল করেছি
মার্জনা করে দিস
তুই যে রহিম তুই রহমান
তুই যে মেহেরবান
তুই যে মোর অন্তরযামী
আল্লা মহান_
আলো নামের পথ ছাড়িয়া
আধার পথে চলি
মুখে মুখে আল্লা শুধু
তোরই ও নাম বলি
কাঁদছি অধম ডাকছি তোরে
একবার সারা দিস।
তোর ইশারায় চন্দ্র ওঠে
ফোটে গাছের ফুল
তোরে না চিনতে পেরে
করছি শুধুই ভূল
তুইযে জীবন মরণ দাতা
তোর করে তুই নিস।
সৃষ্টি কুলের সব প্রাণী
তোরই জিকির করে
আমরা অধম বোকা মানুষ
রয়ছি দূরে দূরে
কাঁদছি অধম ডাকছি তোরে
আমাই ঈমান দিস।
ক্ষমা করে দিস
জীবনে যা ভুল করেছি
মার্জনা করে দিস
তুই যে রহিম তুই রহমান
তুই যে মেহেরবান
তুই যে মোর অন্তরযামী
আল্লা মহান_
আলো নামের পথ ছাড়িয়া
আধার পথে চলি
মুখে মুখে আল্লা শুধু
তোরই ও নাম বলি
কাঁদছি অধম ডাকছি তোরে
একবার সারা দিস।
তোর ইশারায় চন্দ্র ওঠে
ফোটে গাছের ফুল
তোরে না চিনতে পেরে
করছি শুধুই ভূল
তুইযে জীবন মরণ দাতা
তোর করে তুই নিস।
সৃষ্টি কুলের সব প্রাণী
তোরই জিকির করে
আমরা অধম বোকা মানুষ
রয়ছি দূরে দূরে
কাঁদছি অধম ডাকছি তোরে
আমাই ঈমান দিস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Mahfuza Sultana ০১/০৬/২০১৪বাহ!!!!
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪খুব ভালো লাগলো কবি।
-
জোছনা ভেজা মন ০৭/০৫/২০১৪বাহ খুব সুন্দর
-
এফ সাকি ২৪/০৪/২০১৪মামুন ভাই!আপনি যে ফুল ফোটালেন কয়দিনে ফুটবে না আদৌ ফোটাই থেকে যাবে বুঝতে পারছি না।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/০৪/২০১৪ভালো হয়েছে।
-
পল্লব ২৩/০৪/২০১৪খুব সুন্দর প্রার্থনাকাব্য। সুর দিলে প্রার্থনাসঙ্গীত হয়ে যাবে নিঃসন্দেহে। তবে নিচের তালিকা অনুযায়ী কিছু বানান ঠিক করে দিলে আরও সুন্দর হবে লেখাটি।
দিশ --> দিস
চিন্তে --> চিনতে
নিশ --> নিস
রয়ছি --> রয়েছি
দুরে --> দূরে
আমাই --> আমায়