জীবন তরী
ভব দড়িয়ায় জীবন তরী
বাইবি কত কাল
মাঝিরে তোর জীবন তরী
বাইবি কত কাল
সামনে যাওয়ার লাগি মাঝি
বাইলি কত হাল
যেথায় ছিলি সেথায় আছিস
রইলি রে বহাল ।
জীবন যৌবন সব ফুরালো
বুনতে আশার জাল ।।
মাঝিরে তোর জীবন তরী
বাইবি কত কাল
এ কুল ভাঙ্গে ওকুল গড়ে
এইতো নদীর খেলা
পাইবি না তুই অচিন সে কুল
যায়রে চলে বেলা ।
বাদাম রে তোর পইচা গেল
ঈশান হইলো লাল ।।
মাঝিরে তোর জীবন তরী
বাইবি কত কাল
বাইবি কত কাল
মাঝিরে তোর জীবন তরী
বাইবি কত কাল
সামনে যাওয়ার লাগি মাঝি
বাইলি কত হাল
যেথায় ছিলি সেথায় আছিস
রইলি রে বহাল ।
জীবন যৌবন সব ফুরালো
বুনতে আশার জাল ।।
মাঝিরে তোর জীবন তরী
বাইবি কত কাল
এ কুল ভাঙ্গে ওকুল গড়ে
এইতো নদীর খেলা
পাইবি না তুই অচিন সে কুল
যায়রে চলে বেলা ।
বাদাম রে তোর পইচা গেল
ঈশান হইলো লাল ।।
মাঝিরে তোর জীবন তরী
বাইবি কত কাল
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪জীবনের তরী বয়ে যাক বহুদূর।
-
এস,বি, (পিটুল) ২০/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতার আমন্ত্রন জানাই।