আমার মা বিরঙ্গনা
সন্তান আমি, বাবা মুক্তি সেনা
গর্ব আমার, মা বিরঙ্গনা
ভয় করিনা, কোন সাপের ফনা
আলবদর রাজাকার আলসামেরা
তোদের মারি হাজার দোড়রা।
ডাক দিয়েছে, জাতীর পিতা
জোট বেধেছে, তাই জনতা।
স্বপ্ন ঘোরে মোদের বলে
কর ওদের দেশটা ছাড়া-
আলবদর রাজাকার আলসামেরা
তোদের মারি হাজার দোড়রা।
সবার মুখে একই বুলি
মারবো ওদের ফাঁসিত ঝুলি।
তরুণ সেনা জোট বেঁধেছে
হবে তোদের বিচার করা
গর্ব আমার, মা বিরঙ্গনা
ভয় করিনা, কোন সাপের ফনা
আলবদর রাজাকার আলসামেরা
তোদের মারি হাজার দোড়রা।
ডাক দিয়েছে, জাতীর পিতা
জোট বেধেছে, তাই জনতা।
স্বপ্ন ঘোরে মোদের বলে
কর ওদের দেশটা ছাড়া-
আলবদর রাজাকার আলসামেরা
তোদের মারি হাজার দোড়রা।
সবার মুখে একই বুলি
মারবো ওদের ফাঁসিত ঝুলি।
তরুণ সেনা জোট বেঁধেছে
হবে তোদের বিচার করা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪মা মানে স্বর্গ।
-
মোঃওবায় দুল হক ১০/০৪/২০১৪অসাধারন!খুব সুন্দর!