নীরব আমন্ত্রণ
এক ফালি চাঁদ
হাত ছানি দেয় হৃদয় উঠানে
নিত্য দিনে খেলা করে
মনের কাননে
মন শুধু চায় তারে বাঁধি
প্রানের বাঁধনে
ধরা দিয়েও দেয়না ধরা
হারায় গোপনে
দূর থেকেও পাই সারাক্ষন
নীরব আমন্ত্রণ
দিনে দিনে চলছেই বেড়ে
এমন আকর্ষন
ধন্য হবে জীবন প্রেমের
অব-গাহনে
ধরা দিয়েও দেয়না ধরা
হারায় গোপনে
মন নাটাইয়ের সুতো ধরে
নিত্য করে খেলা
ক্ষনে ক্ষনে বেড়েই চলে
এই মনেরই জ্বালা
পূর্ণ হবে জীবন কবে
সুখের স্বপনে
ধরা দিয়েও দেয়না ধরা
হারায় গোপনে
হাত ছানি দেয় হৃদয় উঠানে
নিত্য দিনে খেলা করে
মনের কাননে
মন শুধু চায় তারে বাঁধি
প্রানের বাঁধনে
ধরা দিয়েও দেয়না ধরা
হারায় গোপনে
দূর থেকেও পাই সারাক্ষন
নীরব আমন্ত্রণ
দিনে দিনে চলছেই বেড়ে
এমন আকর্ষন
ধন্য হবে জীবন প্রেমের
অব-গাহনে
ধরা দিয়েও দেয়না ধরা
হারায় গোপনে
মন নাটাইয়ের সুতো ধরে
নিত্য করে খেলা
ক্ষনে ক্ষনে বেড়েই চলে
এই মনেরই জ্বালা
পূর্ণ হবে জীবন কবে
সুখের স্বপনে
ধরা দিয়েও দেয়না ধরা
হারায় গোপনে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪বাহ্ চমৎকার লিখনী।