হৃদয় আমার শুন্য আধাঁর
আমার মনের নীল আকাশে
কালো মেঘে মেঘে ছেঁয়ে গেছে
হৃদয় আমার আজ শুন্য আধাঁর
ব্যথা দিয়ে প্রিয়া সরে গেছে ।।
### ###
ক্ষনে ক্ষনে এ বুকে বজ্র হানে
দু-চোখ ভাসে জলে অশ্র বানে
কষ্ট বুকে কষ্ট, নষ্ট হবার সুর তুলেছে।
### ###
ধিকে ধিকে এ প্রানে জ্বলছে আগুন
শেষ বুঝি হয়ে এলো সুখের ফাগুন
নষ্ট মন নষ্ট, পথভ্রষ্ট হবার পথ ধরেছে।।
কালো মেঘে মেঘে ছেঁয়ে গেছে
হৃদয় আমার আজ শুন্য আধাঁর
ব্যথা দিয়ে প্রিয়া সরে গেছে ।।
### ###
ক্ষনে ক্ষনে এ বুকে বজ্র হানে
দু-চোখ ভাসে জলে অশ্র বানে
কষ্ট বুকে কষ্ট, নষ্ট হবার সুর তুলেছে।
### ###
ধিকে ধিকে এ প্রানে জ্বলছে আগুন
শেষ বুঝি হয়ে এলো সুখের ফাগুন
নষ্ট মন নষ্ট, পথভ্রষ্ট হবার পথ ধরেছে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব সিংহ ০২/০৪/২০১৪
নাই আমার কাছে আর কোন যে আপনার প্রশংসা করিব কবি।