স্বাধীনতার ঘোষণায় বিতর্ক কেন
পাকিস্থানীদের নির্দেশে সোয়াত জাহাজ নামক একটি জাহাজের অস্ত্র খালাসের জন্য জিয়া চট্রগ্রামে আসেন খবর পেয়ে তৎকালনি ক্যাপ্টেন অলি তাঁকে ফিরিয়ে আনার জন্য অফিসার চৌধুরী খালেকুজামানকে পাঠান। ২৬ মার্চ সারাদিনই শহরের আনাচে কানাচে মাইকে মাইকে ২৫ মার্চ রাতে প্রেরিত বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়েছে। সেই সময় আওয়ামী লীগ নেতারা বেতারে একটি ঘোষণা দিতে লোক খুজে বেড়াচ্ছিল । চট্রগ্রাম বিদ্রহোর নায়ক মেজর (অবঃ) রফিকুল ইসলামকে আহবান করা হয় শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধিনতার ঘোষণা দেবার জন্য কিন্তু তিনি তা দিতে যুদ্ধের মাঠ ছেড়ে বেতার কেন্দ্রে যেতে রাজি হননি। পরে খালেকুজ্জামানের অনুরোধে জিয়াউর রহমান ঘোষণা দেন । ২৭ মার্চ রাতে আওয়ামী লীগের এক বর্ষীয়ান নেতা ভিষণ ভাবে রেগে উত্তেজিত হয়ে টেলিফোনে রফিকুল ইসলামকে বললেন “হু ইজ মেজর জিয়াউর রহমান? সে বেতার কেন্দ্রে থেকে নিজেকে হেড অব দ্যা ষ্টেট ডিক্লেয়ার করেছে। তার এই ঘোষণা কেউ মানবে না, আর সে কে নিজেকে হেড অব দ্য ষ্টেট ডিক্লেয়ার করার? বঙ্গবন্ধুর নামে ঘোষণা দিতে হবে” রফিকুল ইসলাম বললেন “তিনি হয়তো ভুল করেছেন, আপনারা একটা ড্রাফট করে দেন, উনি সেটাই পড়বেন” পরে জিয়াউর রহমান ও বুঝতে পারেন তিনি ভুল করেছেন । তিনি দ্বিতীয়বার আওয়ামী লীগ নেতাদের ঢ্রাফট অনুযায়ী বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। সেটাই ২৮ মার্চ থেকে প্রতিদিন বাজানো হত।
Major Zia, Provisional Commander-in-chief of the Bangladesh Liberation Army, hereby proclaims, on behalf of sheikh Mujibur Rahman, the independence of Bangladesh. I also declare, We have already fomed a sovereign legal Government under Sheikh Mujobur Rahman Which pledges to function as per law and the constiution. The new democratic Government is committed to a policy of non-alignment in international relaipons. It will seek friendship with all nations and strive for international peace. I appeal to all Government to mobilise public opinion in their respective countries against the brutal genocide in Bangladesh. The Government under sheikh mujibur Rahman is Sovereign legal Government of Bangladesh and is entitled to recognition from all democratic nations of the world.”
Major Zia, Provisional Commander-in-chief of the Bangladesh Liberation Army, hereby proclaims, on behalf of sheikh Mujibur Rahman, the independence of Bangladesh. I also declare, We have already fomed a sovereign legal Government under Sheikh Mujobur Rahman Which pledges to function as per law and the constiution. The new democratic Government is committed to a policy of non-alignment in international relaipons. It will seek friendship with all nations and strive for international peace. I appeal to all Government to mobilise public opinion in their respective countries against the brutal genocide in Bangladesh. The Government under sheikh mujibur Rahman is Sovereign legal Government of Bangladesh and is entitled to recognition from all democratic nations of the world.”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রবাসী পাঠক ২৫/০৩/২০১৪
মেজর জিয়ার নিজের ভাষ্য ---
আর আপনার লেখার কিছু বিভ্রান্তি নিয়ে বলছি-
"সেই সময় আওয়ামী লীগ নেতারা বেতারে একটি ঘোষণা দিতে লোক খুজে বেড়াচ্ছিল।"
বেতারে ঘোষণা দেয়ার জন্য লোক খুজে বেড়ানোর কি প্রয়োজন ছিল? ঘোষণা দেয়ার জন্য আওয়ামী লীগ নেতাই কি যথেষ্ট ছিল না! যেমনটা ঘোষণা দিয়েছিলেন , এম এ হান্নান।
মেজর ( অবঃ ) রফিকুল ইসলামকে আহবান করা হয় শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দেয়ার জন্য।
আমার মনে হয় তথ্যটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রফিকুল ইসলামকে (তৎকালীন ক্যাপ্টেন) আহবান করা হয়েছিল বেতার কেন্দ্র পাহারার জন্য ব্যবস্থা করার জন্য, স্বাধীনতার ঘোষণা দেয়ার জন্য নয়।
"পরে খালেকুজ্জামানের অনুরোধে জিয়া ভাষণ দেন।"
মেজর জিয়াকে ভাষণ দেয়ার জন্য বেলাল মোহাম্মদ অনুরোধ করেন।
২৭ মার্চ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মেজর জিয়ার সম্পর্কে রফিকুল ইসলামের কাছে জানতে চান , রফিকুল ইসলাম জিয়ার হয়ে ভুল স্বীকার করেন। বঙ্গবন্ধুর পক্ষে নতুন করে স্বাধীনতা ঘোষণা , আওয়ামী লীগের নেতাদের করে দেয়া ড্রাফ্ট জিয়া ঘোষণা করা ।
উপরের সবগুলই ইতিহাসকে বিতর্কিত করা । স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা মূল ১০ জনের মধ্যে অন্যতম বেলাল মোহাম্মদের সাক্ষাতকারটি এই বিতর্কের অবসান ঘটাতে পারে। বেলাল মোহাম্মদের সাক্ষাতকারটি সংযুক্ত করা হল , আশা করি আপনার লেখার সব উত্তরগুলো এখানে পাবেন ।