নারী তুমি কি
নারী তুমি কি?
তোমাকে চিন্তে পারিনা
শরতের মেঘ, তোমারই মন,
কর তাই বাহানা ।
হেলেন হয়ে ভাঙ্গো
ট্রয় নগরী
মম হয়ে বেঁচে রও
মহল ধরি
ধ্বংসের মূলে নারী,
সৃষ্টিরও মূল
আপন মহিমায়
ফোটা এক ফুল ।
রোকেয়া হয়ে তুমি
সকলই গড়ো
ঘোষেটি হয়ে সব
ধ্বংস করো
ধ্বংসের মূলে নারী,
সৃষ্টিরও মূল
আপন মহিমায়
ফোটা এক ফুল ।
নারী তুমি কি?
তোমাকে চিন্তে পারিনা
শরতের মেঘ, তোমারই মন,
কর তাই বাহানা ।
হেলেন হয়ে ভাঙ্গো
ট্রয় নগরী
মম হয়ে বেঁচে রও
মহল ধরি
ধ্বংসের মূলে নারী,
সৃষ্টিরও মূল
আপন মহিমায়
ফোটা এক ফুল ।
রোকেয়া হয়ে তুমি
সকলই গড়ো
ঘোষেটি হয়ে সব
ধ্বংস করো
ধ্বংসের মূলে নারী,
সৃষ্টিরও মূল
আপন মহিমায়
ফোটা এক ফুল ।
নারী তুমি কি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।