জীবন খুটি
আমার এ মন সাগরের জল
উথাল পাথাল করে।
জীবন খুটি ঘূন ধরেছে
প্রবাল হাওয়ায় নরে
একূল ওকূল কোন কুলে যায়
মধ্য কুলে আমি
দূর আকাশে আচঁল মেলে
রইলে বসে তুমি
মধ্য রাতের চাঁদটা কেমন
মেঘের সাথে খেলে
চোখ থেকে সেই নিদ্রা দেবী
কবেই গেছে চলে।
এপাশ ওপাশ করে কখন
রাতটা যে ভোর হয়।
কাছের মানুষ পর হয়েছে
আমার তো কেউ নয়
স্বপ্ন আমার এক এক করে
উই পোকাতে খেলো
বাস্তবতার জাতায় পিশে
সবই উড়ে গেলো ।
উথাল পাথাল করে।
জীবন খুটি ঘূন ধরেছে
প্রবাল হাওয়ায় নরে
একূল ওকূল কোন কুলে যায়
মধ্য কুলে আমি
দূর আকাশে আচঁল মেলে
রইলে বসে তুমি
মধ্য রাতের চাঁদটা কেমন
মেঘের সাথে খেলে
চোখ থেকে সেই নিদ্রা দেবী
কবেই গেছে চলে।
এপাশ ওপাশ করে কখন
রাতটা যে ভোর হয়।
কাছের মানুষ পর হয়েছে
আমার তো কেউ নয়
স্বপ্ন আমার এক এক করে
উই পোকাতে খেলো
বাস্তবতার জাতায় পিশে
সবই উড়ে গেলো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১২/০২/২০১৪
সুন্দর লাগল কবিতা
শুভ কামনা-