www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটা সন্তান দাও

মা-মাগো তুমি কি দেখতে পাচ্ছো
শুনতে পাচ্ছো ঐ গগণ বিদারী আর্ত-চিৎকার ।
খিদে খিদে বড্ড খিদে পেয়েছে
একমুঠো ভাত দাও!
উহ্ কষ্ট, মাগো তুমি কি দেখতে পাচ্ছো
তোমার ছেলে মেয়ে আজ চিকিৎসার অভাবে
রোগে শোকে ধুকে ধুকে মরছে।
খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা,
চিকিৎসার মত মৌলিক অধিকার
আজ বিবেকের দুয়ারে মাথা ঠুকছে

রক্ত! কিসের রক্ত? কোথা থেকে এলো রক্ত?
মা আমি তো আর রক্ত দেখতে চাই না।
যেখানে ত্রিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে
স্নান করিয়েছি বাংলার মাটি,
ধুয়েছি তোমার আঁচল।
তবে কেন?
আবার সেই রক্ত গোলা বারুদে শব্দ
কেন আবার এত নিরিহ মানুষের লাশ?
মাগো তুমি তো বলেছিলে
খোকা লাঙ্গল জোয়াল রাখ
যুদ্ধে যা দেশটা শত্রু মুক্ত কর।
তোমার কথা রেখেছি মা
দেশটা শত্রু মুক্ত করেছি,
তাড়িয়েছি বর্গিদের
পরাজিত করেছি হানাদার
পেয়েছি লাল সবুজের পতাকা
পেয়েছি নির্দিষ্ট ভু-খন্ড,
পেয়েছি ভৌগোলিক অবস্থান

কিন্তু ওরা কারা যারা আমাদের
মানচিত্রকে ছিন্ন ভিন্ন করতে চায়।
গাড়ীতে বোমা মারে
রক্ত ঝরায় নিরিহ মানুষের
কেড়ে নেয় আমাদের জীবন
কেড়ে নিতে চায় আমাদের সুন্দর আগামী
কেড়ে নিতে চায় আমাদের ঐ লাল সবুজের পতাকা
মা-মাগো তোমার ডাটি ভাঙ্গা চশমাটা
পরে দেখ তোমার দেশে আজ কি হতে চলেছে।
স্বাধীনতা নামের শব্দটি আজ ভুলন্ঠিত হতে চলেছে
স্বাধীনতার এত গুলো বছর পেরিয়ে গেল
আমরা কি পেয়েছি প্রকৃত স্বাধীনতা ?

মা তুমি এমন এক সন্তান জন্ম দিয়েছিলে
যার ডাকে সেদিন সাড়ে সাত কোটি মানুষ যুদ্ধে
ঝাঁপিয়ে পড়েছিল
অকাতরে প্রাণ দিয়েছিল ।
কিন্তু মা তুমি তোমার সেই ছেলেকে
আচঁলে বেঁধে রাখতে পারনি,
ওরা তোমার আচল কেটে কেড়ে নিয়েছে
তোমার সেই মুক্তি পাগল ছেলেকে।

মা-মাগো তুমি আবার এমন একটা সন্তান জন্ম দাও
যে ছেলে;এনে দেবে আমাদের প্রকৃত স্বাধীনতা
মুক্ত করবে ক্ষমতা লোভীর কড়াল গ্রাস থেকে
আমাদের দেশটাকে
নিশ্চিত করবে ষোল কোটি মানুষের
বেঁচে থাকার অধিকার।
পূর্ন করবে খাদ্য, বস্ত্র, বাসস্থান
শিক্ষা ও চিকিৎসার মত মৌলিক অধিকার ।
অক্ষুন্ন রাখবে ভাইয়ের গড়া লাল সবুজ পতাকা।
গড়বে সোনার বাংলাদেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast