www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সংখ্যালঘু সংখ্যাগুরু

সংখ্যালঘু সংখ্যাগুরু
এসব কিসের কথা-
একই গর্ভে জন্ম মোদের
বাংলা আমার মাতা।
যুদ্ধ করে দেশ গড়েছি
আমরা জ্ঞাতী ভাই-
সুখে দুখে সবাই মিলে
একই থাকতে চাই-

আগুনে ঘর বাড়ী
পুড়ে ছার খার-
তবুও ওদের কেন
হয়না বিচার।
ঘুগু এসে বার বার
খেয়ে যায় ধান-
নিরব চেয়ে দেখে
দেশের প্রধান।

কেউ চাই করো ঘারে
দোষটা চাপাতে-
কেউ আছে ব্যাস্ত-
নিজেদের ছাপাতে।
কাঁদা ছুড়া ছুড়ি বুঝি
নেতাদের কাজ-
লজ্জার মাথাটা খেয়ে
গেছে আজ।

এটা নিয়ে ঠেলা ঠেলি
বন্ধ কর-
যত পার তারাতারি
ওদের ধর।
বিশেষ ট্রাইবুনালে কর
ওদের বিচার
এমন কু-কাজ তবে
হবেনাকো আর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাখাল ২২/০১/২০১৪
    লঘু আর গুরু সাধারণে খুঁজিনা
    রাজনৈতিক ভন্ডদের সৃষ্টি আমরা কী বুঝিনা!

    কে করবে বিচাররে ভাই, কে করবে কার
    সাধুর যেমন, বদমাশকেও দেখার দায়িত্ব তার!
    • মীর মামুন হোসেন ২৩/০১/২০১৪
      আসুন আমরা ধিক্কার জানায় সেই সব মানুষকে
      যারা সংখ্যা সংখ্যা গুরু বলে আমাদের মধ্যে বিবেধ সৃষ্টি করছে।
 
Quantcast