শরৎ
কার্যকারণের মত এ জীবনের
গভীরে ডুব দিয়ে, পাখি
পেয়েছে নীল আকাশ, ডানার উদ্ভাস
দুইটি অবারিত আঁখি
এই যে ব্রীজ থেকে ওই যে কাশবন
শরৎ এলো নাকি বেলা
আহা কি সুন্দর নদীর দুই তীর
নামো না করো না গো খেলা
উতলা এ হূদয় এখানে ব্রিজপারে
যদি বা রেখে যাই কভু
খেলতে এসে তাহা গোপনে তুলে নিয়ে
আবার ফেলে দিও, প্রভু
=-__-=
গভীরে ডুব দিয়ে, পাখি
পেয়েছে নীল আকাশ, ডানার উদ্ভাস
দুইটি অবারিত আঁখি
এই যে ব্রীজ থেকে ওই যে কাশবন
শরৎ এলো নাকি বেলা
আহা কি সুন্দর নদীর দুই তীর
নামো না করো না গো খেলা
উতলা এ হূদয় এখানে ব্রিজপারে
যদি বা রেখে যাই কভু
খেলতে এসে তাহা গোপনে তুলে নিয়ে
আবার ফেলে দিও, প্রভু
=-__-=
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৯/১২/২০১৬প্রিয় কবির লেখার তুলনা হয় না।
-
আমি-তারেক ১৬/১১/২০১৬ek jholokey valo dristi vongi shurutey
-
অঙ্কুর মজুমদার ৩০/১০/২০১৬nice
-
নাইম আহম্মেদ ৩০/১০/২০১৬অসাধারন ...।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/১০/২০১৬শরৎ তো শেষ বন্ধু।
-
এস, এম, সাফি কল্লোল ৩০/১০/২০১৬দারুণ লিখেছেন!