তোমারই জন্য
তুমি বরষা কালের ঘন কালো ছায়া তাই
তোমাকে আমি দিয়েছি হৃদয়ে ঠাই
তুমি বিলায়ে দাও তোমার যৌবন আমাকে
তাই আমি জীবন ফিরে পাই বারে বারে
তোমার সাথে আমার জীবনটা যেন নিস্বাথ্র
ভাবে বাধা অনত্ন কালের স্মৃতী হয়ে
তুমি যখন দূরে দূরে থাকতে আমি
তিরথের কাক হয়ে চেয়ে থাকতাম তোমার পথ
হঠাৎ করেই তুমি একপশলা বৃষ্টি নামিয়ে
আমার মনে জাগাতে ভালোবাসার শিহরণ
আজ এক যুগ চলে গেল এর মাঝে
হারিয়ে গেল যে কত বরষা শেষে শরৎ
অপেক্ষায় আছি, আমি আজো আছি
সেই হৃদয়হীনা রুপবতী মেঘের আশায়
আছি তার চলে যাওয়া পথের দিকে চেয়ে যে
আমার হৃদয়টাকে ভেঙ্গে দিলো নিপুন হাতে।
তোমাকে আমি দিয়েছি হৃদয়ে ঠাই
তুমি বিলায়ে দাও তোমার যৌবন আমাকে
তাই আমি জীবন ফিরে পাই বারে বারে
তোমার সাথে আমার জীবনটা যেন নিস্বাথ্র
ভাবে বাধা অনত্ন কালের স্মৃতী হয়ে
তুমি যখন দূরে দূরে থাকতে আমি
তিরথের কাক হয়ে চেয়ে থাকতাম তোমার পথ
হঠাৎ করেই তুমি একপশলা বৃষ্টি নামিয়ে
আমার মনে জাগাতে ভালোবাসার শিহরণ
আজ এক যুগ চলে গেল এর মাঝে
হারিয়ে গেল যে কত বরষা শেষে শরৎ
অপেক্ষায় আছি, আমি আজো আছি
সেই হৃদয়হীনা রুপবতী মেঘের আশায়
আছি তার চলে যাওয়া পথের দিকে চেয়ে যে
আমার হৃদয়টাকে ভেঙ্গে দিলো নিপুন হাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কায়সার মোহাম্মদ ইসলাম ০৭/০৫/২০১৫নিঃস্বার্থ, অনন্ত, স্মৃতি, তীর্থের ইত্যাদি বানানগুলো ঠিক করে নিবেন ।
-
সবুজ আহমেদ কক্স ০৪/০৫/২০১৫নাইস লিখা
-
আব্দুল মান্নান মল্লিক ০৩/০৫/২০১৫আরও লিখবেন, ভাল লাগলো