www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার ভালোবাসা

সে ছিল বোধ হয় সূরযো গ্রহনের কোন এক দিন
সমস্থ আলোকরষ্মির তেজ কখন যেন সন্তপরনে
নক্ষত্রের অমল আলোর স্নায়ুর পরতে ছড়িয়ে গিয়ে
তপ্ততা ছুঁয়ে ছুঁয়ে আলোড়িত করছিল মধুরিমা
নাব্যতা পেয়েছিল উষর জমিনের অতি রুক্ষ মাটি
সঙ্গোপনে শব্দহীন রৌদ্রনক্ষত্র এলানো নদীর মতো
প্লাবিত হয়েছিল বয়ে যাওয়া সুদূর সৌরমন্ডলে

পরিপাটি শ্যামলিমা সেজেছিল নিপুন বিন্যাসে
গোধুলির চিত্রকল্পের বাঙময়তায় মুরচ্ছিতপ আরোশে
অজস্র তারকারাজী হতে সেই সুকতারাটি সেদিন
এসেছিল নেমে উন্মীলিত হয়ে কাক্ষিত হৃদয়তলে
নায়াগ্রার জলপ্রপাতের মত সিক্ত ছিল বিভাবরী
পালের হাওয়ায় স্নাত হতে হতে নেমেছিল সেদিন
আমার শ্যামলিমা আকাশের খোলা জানালায়

হৃদয়ে গভীর হয়ে জ়েগেছিল প্রেমের ধারাপাত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পিয়ালী দত্ত ৩০/০৪/২০১৫
    সুন্দর
  • আবিদ আল আহসান ৩০/০৪/২০১৫
    Awesome
  • নাজমুল আহসান ৩০/০৪/২০১৫
    প্রেমের ধারাপাত-সুন্দর
 
Quantcast