অবসান
সেই যে তুমি চলে গেলে অন্য জনের ঘরে,
ভাবলেনা আমার কথা আর একটি বারে;
গোধুলিতে নিজের হাতে তোমায় বিদায় দিয়ে
রাতটি যাপন করে ছিলাম কেঁদে অঘরো।
আজ,
স্মৃতির পাতা বড় একা তোমার বীহনে;
তুমি ছাড়া বলনা আমি বাঁচি কেমনে?
তবুও আমি বেঁচে আছি মরার মত করে-
তুমি যে বাঁচার স্বপ্ন দেখাও কল্পনাতে মোরে।
শত সুখের মাঝেও তুমি রেখো আমায় মনে~
অন্য কিছু চাইবোনা বৃথা এই জীবনে
এই কথাটা রাখো যদি, রাখো কথার মান,
বুকের মাঝে চাঁপা কষ্টের হবে অবসান।
ভাবলেনা আমার কথা আর একটি বারে;
গোধুলিতে নিজের হাতে তোমায় বিদায় দিয়ে
রাতটি যাপন করে ছিলাম কেঁদে অঘরো।
আজ,
স্মৃতির পাতা বড় একা তোমার বীহনে;
তুমি ছাড়া বলনা আমি বাঁচি কেমনে?
তবুও আমি বেঁচে আছি মরার মত করে-
তুমি যে বাঁচার স্বপ্ন দেখাও কল্পনাতে মোরে।
শত সুখের মাঝেও তুমি রেখো আমায় মনে~
অন্য কিছু চাইবোনা বৃথা এই জীবনে
এই কথাটা রাখো যদি, রাখো কথার মান,
বুকের মাঝে চাঁপা কষ্টের হবে অবসান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফিরোজ মানিক ১৯/০১/২০১৫ভাল হয়েছে। উপমাগুলোও ঠিক তাই তবে অক্ষর বৃত্ত, মাত্রা বৃত্ত, স্বর বৃত্ত ছন্দগুলো আরো ভাল জানা দরকার।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৯/০১/২০১৫তুই তুমির একটা সংমিশ্রন হয়েছে তাছাড়া ঠিক আছে।
-
কুয়াশা রায় ১৯/০১/২০১৫বেশ ভাল লাগল।তবে আমার মনে হল প্রথমে 'তুমি' কিন্তু পরে 'তুই' এই পার্থক্যটা না করলে আরও বেশি ভাল লাগত।
-
সবুজ আহমেদ কক্স ১৮/০১/২০১৫fine
-
দীপঙ্কর বেরা ১৮/০১/২০১৫Khub Sundar
-
মোহাম্মদ আয়নাল হক ১৮/০১/২০১৫প্রেরণাদায়ী অনেক
গানের স্রষ্টা গোবিন্দ হালদার
আর নেই। -
স্বপন রোজারিও(১) ১৭/০১/২০১৫খুব সুন্দর হয়েছে।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫fine @ aro valo likha chi