www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবসান

সেই যে তুমি চলে গেলে অন্য জনের ঘরে,
ভাবলেনা আমার কথা আর একটি বারে;
গোধুলিতে নিজের হাতে তোমায় বিদায় দিয়ে
রাতটি যাপন করে ছিলাম কেঁদে অঘরো।
আজ,
স্মৃতির পাতা বড় একা তোমার বীহনে;
তুমি ছাড়া বলনা আমি বাঁচি কেমনে?
তবুও আমি বেঁচে আছি মরার মত করে-
তুমি যে বাঁচার স্বপ্ন দেখাও কল্পনাতে মোরে।

শত সুখের মাঝেও তুমি রেখো আমায় মনে~
অন্য কিছু চাইবোনা বৃথা এই জীবনে
এই কথাটা রাখো যদি, রাখো কথার মান,
বুকের মাঝে চাঁপা কষ্টের হবে অবসান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast