যদি মনে কর (If you think)
পরাজয়কে মেনে নিলেই তুমি পরাজিত।
মনে যদি তোমার সাহস না থাকে,
তবে জেতার আশা কোরোনা।
যদি মনে দ্বিধা থাকে তুমি পারবে কিনা,
তাহলে মনে রেখ তুমি হেরেই গেছ।
হারবে ভাবলে হার তোমার হবেই
কারণ, সাফল্য থাকে মনের ইচ্ছা শক্তিতে,
মনের কাঠামোতে।
যদি ভাব অন্যদের তুলনায়
তোমার কাজের মান নিচু,
তাহলে তুমি নিচেই থাকবে।
যদি তুমি উপরে উঠতে চাও,
তাহলে নিজের মনে সংশয় রেখ না।
কারণ, সংশয় থাকলে প্ৰত্যাশা পূরণ হয় না।
জীবন যুদ্ধে সব সময় বলবান ও দ্ৰুতগামীরা
জেতে না, যে আত্মবিশ্বাস অটল,
এ আজ হোক, কাল হোক, জিতবেই।
মনে যদি তোমার সাহস না থাকে,
তবে জেতার আশা কোরোনা।
যদি মনে দ্বিধা থাকে তুমি পারবে কিনা,
তাহলে মনে রেখ তুমি হেরেই গেছ।
হারবে ভাবলে হার তোমার হবেই
কারণ, সাফল্য থাকে মনের ইচ্ছা শক্তিতে,
মনের কাঠামোতে।
যদি ভাব অন্যদের তুলনায়
তোমার কাজের মান নিচু,
তাহলে তুমি নিচেই থাকবে।
যদি তুমি উপরে উঠতে চাও,
তাহলে নিজের মনে সংশয় রেখ না।
কারণ, সংশয় থাকলে প্ৰত্যাশা পূরণ হয় না।
জীবন যুদ্ধে সব সময় বলবান ও দ্ৰুতগামীরা
জেতে না, যে আত্মবিশ্বাস অটল,
এ আজ হোক, কাল হোক, জিতবেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ১৭/০১/২০১৫বেশ ভালো লেখা ।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫fine @ aro aro valo likha chi
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০১/২০১৫বাহ সুন্দর কথা। অনেক ভালো হয়েছে। আসরে স্বাগতম। চালিয়ে যান..........