বড় একাকী
যারে খুব বেসেছিনু ভাল,
সে মোরে ছেড়ে চলে গেল।
যে ছিল মোর জীবনের ছায়া,
সে শুধু রেখে গেছে মায়া।
লাগেনা ভালো অপরুপ প্ৰকৃতি,
যতই করুক কেহ মিনতি।
আমি এখন রিক্ত শূন্য,
মন পড়ে আছে তার জন্য।
সে দিল মোরে কেমনে ফাঁকি?
তার বীহনে আমি বড় একাকী.....
সে মোরে ছেড়ে চলে গেল।
যে ছিল মোর জীবনের ছায়া,
সে শুধু রেখে গেছে মায়া।
লাগেনা ভালো অপরুপ প্ৰকৃতি,
যতই করুক কেহ মিনতি।
আমি এখন রিক্ত শূন্য,
মন পড়ে আছে তার জন্য।
সে দিল মোরে কেমনে ফাঁকি?
তার বীহনে আমি বড় একাকী.....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৪/০৯/২০১৫বড়ই
-
পিয়ালী দত্ত ১৬/০১/২০১৫সুন্দর
-
অ ১৬/০১/২০১৫বেশ ভালো ।
-
প্রদীপ কুমার ১৫/০১/২০১৫Excellent
-
কৌশিক আজাদ প্রণয় ১৫/০১/২০১৫বিহনে> বীহনে
বিয়োগাত্মক কবিতা। খুব গভীর বোধের না হলেও ভালো লেগেছে। -
স্বপন রোজারিও(১) ১৫/০১/২০১৫চমৎকার হয়েছে।
-
মোঃ আবদুল করিম ১৫/০১/২০১৫সহজ ভাষায় খুবই ভাল লাগলো
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৫/০১/২০১৫হমমম। ভালো হয়েছে। আসরে প্রথম লেখা। প্রকাশ করে দিলাম। আর আসরে স্বাগতম। চালিয়ে যান।
-
আ ১৫/০১/২০১৫সরল থেকে এবার কঠিনের আহ্বান