www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঠিক চিন্তে পেরেছে

পাখি উড়ে চলে যাচ্ছে , যাক !
যন্ত্রণা কিসের ?
খাঁচার ভিতর শূন্য নিরালায় তোমার বুক কাঁপে ?
আগুনে পুড়াও বুকের পাঁজর !

হৃদপিণ্ড হাতের মুঠোয় ঘড়ির কাটার মতো টিক টিক বাজে
উদাসী মেঘের কালো ছায়ায় মাথার উপর –
অন্ধকার নেমে আসুক
তুমি জোনাকির আলোয় নিরিবিলি ধ্রুবতারা
দেখো ।

ফিরে আসার দায় সময়ের কাঁধে হাত রাখে
শিরা উপশিরায় রক্তের উত্তেজনা পরে থাকে ,
বাইপাসে দাঁড়ালে কি আর হবে !
ফাঁকা রাস্তায় ভাবছো কেউ নেই ?
এক পৃথিবী হাঁটার পরও ,পথ পেরতে হাঁটু কাঁপে !
আয়নায় চেয়ে দেখো -
কুচ খাওয়া মুখ তোমাকে ঠিক চিন্তে পেরেছে !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast