www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাহাড়ি ফুলের প্রেম

পাথর পাহাড় , নিবিড় সবুজ ছায়ার ঘুম
ক্ষত বিক্ষত ঢেউ অজস্র নিঝুম ।
পাতার আড়ালে লুকানো- পাহাড়ি ফুলের প্রেম-
প্রেমিকের মন ছুঁতে চায় ,
বুক চিরে প্রেমিকার নাম লেখা পাথরের গায় ।
নির্জনতায় একাকী পাহাড় , পাথর ভাঙ্ঘা সিঁড়ি নামে প্রেমিকের পা ধরে –
নিছক পোশাখি প্রেমের প্রশান্ত পথে ।

বিপন্ন যৌবনের ধ্বংসস্তূপ মাড়িয়ে , সমুদ্র সীমানা ছাড়িয়ে
দুর্বোধ্য অন্ধকারের ঊর্মিমালায় –
জীবনের উঠা নামার ঢেউ ।

মেঘ সরিয়ে চাঁদ ,পাহাড়ের কাঁধে মাথা রাখে, -
তারপর আকাশ ঘুমিয়ে পড়ে
খয়েরি চুলের বিপাকে ।

খোপার ফুলে গুপন ঘ্রাণ জড়িয়ে ধরে হাতের মুঠোয় হাত
ঠিকানা খোঁজে চোখের পাতায় কাজল কালো রাত

শিখরে বাধা মাটি ঘূর্ণি ঝড়ে রাত পালটে দিতে পারে
জোনাকীর কানাকানি , বিক্ষত পাহাড়ের বয়স বাড়ে
শুকনো পাতার ভিড়ে মাইলস্টোন পথ হারায়
পাহাড়ি ফুলের প্রেম আবার বসন্তের রং ছড়ায় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast