জংধরা কম্পাস
পাতা ঝরা বসন্তের চেনাজানা পথ ,
অজানা এক ঠিকানার
ব্যাপ্ত অতি বেস্ততা ,
পথিকের পায়ে চাপা
উদাসী এক ব্যাকুলতা
জংধরা কম্পাস জাদুঘরের আড্ডায়
ধ্যানে বসা সমুদ্রের বিভ্রান্ত টাইটানিক
ঊর্মিমালায় ভেষে চলে শত শত প্রাণ ।
নাবিকের হাতে ধরা কাগজের কাপ -
ধোঁয়া ধোঁয়া চালশে চোখের
পাতায় পরজীবী লতার বাসা
সব পথিকেরাই জাদু ঘরের দরজার কড়া নাড়ে ।
অজানা এক ঠিকানার
ব্যাপ্ত অতি বেস্ততা ,
পথিকের পায়ে চাপা
উদাসী এক ব্যাকুলতা
জংধরা কম্পাস জাদুঘরের আড্ডায়
ধ্যানে বসা সমুদ্রের বিভ্রান্ত টাইটানিক
ঊর্মিমালায় ভেষে চলে শত শত প্রাণ ।
নাবিকের হাতে ধরা কাগজের কাপ -
ধোঁয়া ধোঁয়া চালশে চোখের
পাতায় পরজীবী লতার বাসা
সব পথিকেরাই জাদু ঘরের দরজার কড়া নাড়ে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৪/০২/২০২৩
-
আমি-তারেক ২৪/০২/২০২৩Sundor shironam
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/০২/২০২৩খুব সুন্দর প্রকাশ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০২/২০২৩বেশ ভাল!
শুভকামনা অবিরত।