www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটা রাত ঘুমিয়ে আছে

একটা রাত ঘুমিয়ে আছে- কুয়াশার চাদরে মুখ গুঁজে,
একটা শহর জেগে আছে- উড়াল পুলের ছাদের তলায় ;
ঝলসানো রুটি , সবজি-ডালের সস্তা ধোঁয়া কুয়াশায় ,
স্ট্রিট লাইট ঘিরে আলোর চোখে চোখ ,
অঘোষিত আন্দোলনে চুপকরা চিৎকার ,
বাইপাস জেব্রা ক্রসে দাঁড়িয়ে সবুজ সঙ্কেতের অপেক্ষায় ।

একটা রাত ঘুমিয়ে আছে- সম্পর্কের আলিঙ্গনে মুখ গুঁজে ,
একটা শহর জেগে আছে- ফুটপাতের বিছানায় উষ্ণতার আর্তনাদে
বিদেশি গাড়ির সাহেবি বেসমেন্ট ভালবাসা ঘিরে রাখে ,
চাকায় পাথর এঁটে ফুটপাতে রিকশাটা কোনোমতে রাত কাটায় ।

একটা রাত ঘুমিয়ে আছে- পৌষের চাঁদ শিয়র-পাশে ,
একটা শহর জেগে আছে- জোনাকির আলোয় ঋতু পালটানোর আশে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast