শিশিরে শরৎ
হিমের পরশে ঝরা শরতের শিউলি
ঘাসের ওপর শুয়ে –নিরিবিলি কান পেতে -
ঘুম ভাঙ্গা শহরের গান শুনে ।
আকাশে অসীম নীল , পাখিদের কিলবিল
সাদা মেঘ ছুটাছুটি ,পাহাড়ের লালমাটি
পাথরের গা ঘেঁষে অনন্ত আকাশে মিশে
কুয়াশা ধুয়োময় , রোদ্দুর করে ভয়
মাটিকে ছুঁতে চায় ,ভেজা ভেজা পায় পায় ।
অজস্র তুষারকণা প্রভাতের প্রহরী
মুক্তা ছড়ালো যেন কোনো এক জহুরি
অভিমানে দিনমণি তারাদের সাথে
রাগমাখা অভিযোগ চাঁদ হয়ে রাতে।
আমি যে আলোর রাজা , ঠিক তা মানতে
আমার প্রতাপ কত, তুমি তা জানতে
তবে কেনো শিশিরের কণা এতো হাসে
দিব্যি ছড়ানো থাকে মাঠে আর ঘাসে
কুয়াশায় ঘাসে - মাঠে এতো মাখামাখি
ভেবে না পাই কী করে যে মাটিতে পা রাখি
কাশবনে কানাকানি জোনাকির সাথে
একঝাঁক তারাদের ঘুমভাঙ্গা রাতে
বিচারের সভা হলো তারাদের মাঝে
সব শুনে শরতের চোখ নত লাজে ।
লাজুক গোলাপি ঠোঁটে দিঘীতে পদ্ম ফুটে
শান্ত গভীর জলে আগমনী সুর তোলে,
মাঝি ফিরে ঘরে -
রূপের বাহারে রবি জ্বলে পুড়ে মরে ।
ঘাসের ওপর শুয়ে –নিরিবিলি কান পেতে -
ঘুম ভাঙ্গা শহরের গান শুনে ।
আকাশে অসীম নীল , পাখিদের কিলবিল
সাদা মেঘ ছুটাছুটি ,পাহাড়ের লালমাটি
পাথরের গা ঘেঁষে অনন্ত আকাশে মিশে
কুয়াশা ধুয়োময় , রোদ্দুর করে ভয়
মাটিকে ছুঁতে চায় ,ভেজা ভেজা পায় পায় ।
অজস্র তুষারকণা প্রভাতের প্রহরী
মুক্তা ছড়ালো যেন কোনো এক জহুরি
অভিমানে দিনমণি তারাদের সাথে
রাগমাখা অভিযোগ চাঁদ হয়ে রাতে।
আমি যে আলোর রাজা , ঠিক তা মানতে
আমার প্রতাপ কত, তুমি তা জানতে
তবে কেনো শিশিরের কণা এতো হাসে
দিব্যি ছড়ানো থাকে মাঠে আর ঘাসে
কুয়াশায় ঘাসে - মাঠে এতো মাখামাখি
ভেবে না পাই কী করে যে মাটিতে পা রাখি
কাশবনে কানাকানি জোনাকির সাথে
একঝাঁক তারাদের ঘুমভাঙ্গা রাতে
বিচারের সভা হলো তারাদের মাঝে
সব শুনে শরতের চোখ নত লাজে ।
লাজুক গোলাপি ঠোঁটে দিঘীতে পদ্ম ফুটে
শান্ত গভীর জলে আগমনী সুর তোলে,
মাঝি ফিরে ঘরে -
রূপের বাহারে রবি জ্বলে পুড়ে মরে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১৭/১০/২০২২দারুণ লিখেছেন কবি।
-
জামাল উদ্দিন জীবন ০৮/১০/২০২২ভাল
-
Md. Rayhan Kazi ১৫/০৯/২০২২দারুণ
-
ফয়জুল মহী ১৪/০৯/২০২২অনন্য লেখা।
-
অভিজিৎ হালদার ১৩/০৯/২০২২সুন্দর প্রকৃতির বিবরণের মাধ্যমে ভালো হয়েছে বলে, নতুন ভাবে নতুন শিরোনাম সুন্দর অভিব্যক্তি ফুটে উঠেছে বেশ সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৯/২০২২বেশ!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০৯/২০২২দারুণ