নীল রঙ আমার ভীষণ প্রিয় লাগে
নীল পাহাড়ি বৃষ্টি হয়ে তোমার গায়ে মিশে যাবো
তারপর না হয় গড়িয়ে গড়িয়ে
অনেক দূরের পথ পেরিয়ে
সমুদ্রে হারিয়ে যাবো ।
গভীর জলের শান্ত নীড়ে স্মৃতির আঁচল আঁকড়ে ধরে
অনন্ত কাল বসে রবো তোমার পথ চেয়ে
ঝরা বসন্তের বাতাস তোমায়
কেউ যদি গো থামায়
আমি
গাছ তলার শুকনো পাতা
পথ দেখাবো তোমায়।
একটু পরেই সন্ধ্যা হবে রাত ঘনাবে কালো
শুকনো পাতা জ্বালিয়ে নিয়ো , পথ দেখাবে আলো ।
আমি না হয় ছাই হবো– কালো মেঘের দেশে,
নীল পাহাড়ের বৃষ্টি হয়ে আবার যাবো মিশে
মাঘের শীতল তুষার হবো– শীত কাঁপানো রাতে
সারা রাত গল্প হবে নীল পাহাড়ের সাথে
গড়িয়ে পড়ার ভয় নেই আজ – রাত ফুরাবার আগে ,
তাই
নীল রঙ আমার ভীষণ প্রিয় লাগে ।
তারপর না হয় গড়িয়ে গড়িয়ে
অনেক দূরের পথ পেরিয়ে
সমুদ্রে হারিয়ে যাবো ।
গভীর জলের শান্ত নীড়ে স্মৃতির আঁচল আঁকড়ে ধরে
অনন্ত কাল বসে রবো তোমার পথ চেয়ে
ঝরা বসন্তের বাতাস তোমায়
কেউ যদি গো থামায়
আমি
গাছ তলার শুকনো পাতা
পথ দেখাবো তোমায়।
একটু পরেই সন্ধ্যা হবে রাত ঘনাবে কালো
শুকনো পাতা জ্বালিয়ে নিয়ো , পথ দেখাবে আলো ।
আমি না হয় ছাই হবো– কালো মেঘের দেশে,
নীল পাহাড়ের বৃষ্টি হয়ে আবার যাবো মিশে
মাঘের শীতল তুষার হবো– শীত কাঁপানো রাতে
সারা রাত গল্প হবে নীল পাহাড়ের সাথে
গড়িয়ে পড়ার ভয় নেই আজ – রাত ফুরাবার আগে ,
তাই
নীল রঙ আমার ভীষণ প্রিয় লাগে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১৪/০১/২০২২নীল রং আমারও খুব প্রিয়। সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৪/০১/২০২২সুন্দর অনুভূতির প্রকাশ।
-
ফয়জুল মহী ১৪/০১/২০২২অসাধারণ উপস্থাপন I
-
তালাল উদ্দিন ১৩/০১/২০২২নীল রং আমারো প্রিয়।লেখা সুন্দর হয়েছে। চালিয়ে যান।