প্রাণের ভাষার গল্প
আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার সাথে কথা বলি-
প্রাণ ভরে একান্ত মনের কথা
এই কথোপকথনের কোন লিপি নেই , কোন পরিধি নেই
যত্ন করে আগলে রেখেছি হৃদয়ের মণিকোঠায়
মাতৃ ভাসার প্রেম – বার বার মনে করিয়ে দেয় –
একুশে ফেব্রয়ারি
উনিশে মে’র যন্ত্রণা !
অফুরন্ত ভালবাসা –
প্রাণের ভাষা, মাটির গন্ধে সাজানো হৃদয়ের ভাষা
অনন্ত কালের প্রতিটি মানুষ প্রতিক্ষণ
চির ঋণী ভালবাসার বীর শহীদের কাছে
অভিশপ্ত ইতিহাসের সীমানা ডিঙিয়ে
সভ্যতা অনেকটা পথ এগিয়ে এসেছে
সমুদ্রের স্বর্গরাজ্যে উন্মাদনার ঢেউ
ইচ্ছেমতো দিচ্ছে হানা, বারণ করেনি কেউ
অবসাদ শূন্যতায় স্বপ্নের কোন রং নেই
অনন্ত কালের আকাশ বুকের মাঝে আগলে নিয়েছে-
ভালবাসার নানা রঙের মেঘ
যখন খুশি বৃষ্টি হয়ে ধুয়ে দিতে পারে-
ধুলোয় ঢাকা সবুজ গাছের পাতা
দিগন্তের রঙের বাহার সমুদ্রের গভীর জলে মিশে যাবে
সেদিন , আর কোন কাল বৈশাখী ঝড় হবেনা
আর কোন মায়ের কোল শূন্য হবেনা
সময়ের দুর্গম পথ পেরিয়ে আয়নার মুখোমুখি দাঁড়িয়ে
ভাষার তাজমহল একদিন প্রেমের গল্প শোনাবে
মাতৃ ভাষার গল্প , প্রাণের ভাষার গল্প !
প্রাণ ভরে একান্ত মনের কথা
এই কথোপকথনের কোন লিপি নেই , কোন পরিধি নেই
যত্ন করে আগলে রেখেছি হৃদয়ের মণিকোঠায়
মাতৃ ভাসার প্রেম – বার বার মনে করিয়ে দেয় –
একুশে ফেব্রয়ারি
উনিশে মে’র যন্ত্রণা !
অফুরন্ত ভালবাসা –
প্রাণের ভাষা, মাটির গন্ধে সাজানো হৃদয়ের ভাষা
অনন্ত কালের প্রতিটি মানুষ প্রতিক্ষণ
চির ঋণী ভালবাসার বীর শহীদের কাছে
অভিশপ্ত ইতিহাসের সীমানা ডিঙিয়ে
সভ্যতা অনেকটা পথ এগিয়ে এসেছে
সমুদ্রের স্বর্গরাজ্যে উন্মাদনার ঢেউ
ইচ্ছেমতো দিচ্ছে হানা, বারণ করেনি কেউ
অবসাদ শূন্যতায় স্বপ্নের কোন রং নেই
অনন্ত কালের আকাশ বুকের মাঝে আগলে নিয়েছে-
ভালবাসার নানা রঙের মেঘ
যখন খুশি বৃষ্টি হয়ে ধুয়ে দিতে পারে-
ধুলোয় ঢাকা সবুজ গাছের পাতা
দিগন্তের রঙের বাহার সমুদ্রের গভীর জলে মিশে যাবে
সেদিন , আর কোন কাল বৈশাখী ঝড় হবেনা
আর কোন মায়ের কোল শূন্য হবেনা
সময়ের দুর্গম পথ পেরিয়ে আয়নার মুখোমুখি দাঁড়িয়ে
ভাষার তাজমহল একদিন প্রেমের গল্প শোনাবে
মাতৃ ভাষার গল্প , প্রাণের ভাষার গল্প !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৩/০২/২০২১অসাধারণ লেখনী
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০২/২০২১মাতৃভাষা আমাদের অহংকার। সর্বাগ্রে আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে হবে। বিদেশী ভাষা আমরা শিখবো। কিন্তু তা যেন মাতৃভাষাকে অতিক্রম না করে। মাতৃভাষা রক্ষায়ই আমাদের রক্ষা।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১২/০২/২০২১বেশ ভালো
-
ফয়জুল মহী ১২/০২/২০২১অতুলনীয় মনোমুগ্ধকর কথামালা।
পাঠে তৃপ্ত হলাম কবি -
বোরহানুল ইসলাম লিটন ১২/০২/২০২১অনবদ্য উপলব্ধির উপস্থাপন।