www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সর্বগ্রাসী ক্ষুধাই শুধু বেঁচে আছে

আফ্রিকার গহন নিরুদ্দেশ কোন জঙ্গলের মত
দুর্গম ধাবমান ছায়া হয়ে -
অন্দকার নেমে আসে কৃষকের চোঁকে মুখে ।
আধময়লা ছেড়া গামছা পরা লোকটা
রোঁদে পুড়ে প্রতিনিয়ত -
আমাদের বেঁচে থাকার সুনালী স্বপ্নকে
যত্ন করার যুদ্ধে নিজেকে সপে দিয়েছে ।
অবিরত অক্লান্ত প্রহরীর পাহারায়
রাতের নিঝুম আবদারে ,
নিশ্চিন্তে আমরা ভরাপেটে ঘুমিয়ে আছি ।
বাঁচিয়ে রাখার একটা বিরাট ভূমিকা
যে কৃষকের হাতের মুঠয়
ঋণের তীব্র উল্লাসে হতাসা তেরে আসে -
তাঁর বুকের ভেতর ।
ঘুম ভাঙ্গা জানালার সকালের শেষ আলোয়
গাছে ঝুলানো প্রহরীর নিথর দেহ- কেউ দেখেও দেখেনি!
মৃত্যুর মিছিলে বিক্ষত কৃষকের হিসাব কেউ রাখেনি ।
অবারিত প্রতিশ্রুতির বন্যায়- সুনালী মাঠ অবাক চেয়ে আছে
সর্বগ্রাসী ক্ষুধাই শুধু বেঁচে আছে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast