www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গণতন্ত্রের মুখে মাছি

গণতন্ত্রের মুখে মাছি !

উগ্র কিছু কূপমণ্ডূক বর্বর আজও রয়েছে
যারা
যুক্তির কোন ধার ধারে না , মানবিকতাতো কোন ছার ;
ওরা
অলস সপ্নবিলাসী ।

মানুষের
         মাথার ঘাম পায়ে ফেলা
স্বল্প সঞ্চয়ের শেষ ভরসাটুকুও
এক ঝাপটায় ছিনিয়ে নিতে
ওদের মোটেই বাধেনা -
অরাজকতার একেবারে নগ্ন নিদর্শন ।

লাঞ্ছিত
        অপমানিত
                       ত্রস্ত জনগণ ,
যাদের অফুরন্ত অবদানে
তিলে তিলে গড়ে উঠেছে
মহামানবের সাগর- তীর,
ছোট্ট একটি নালা শেষে কিনা
তীরকে ডুবাতেই অস্থির !

বুকের ভেতর জমছে বারুদ  
নদীর পলির মতো ;
চতুর্মুখী অভিঘাতে
বিচলিত উনিশের চেতনা
শঙ্কিত হয়ে জ্বলে উঠে যদি
সর্বগ্রাসী বাঁকের মুখে ,
তাহাদের দোষ দিয়ো না ;
এখন
     গণতন্ত্রের মুখে মাছি !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast