www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শরৎ

ঘুম ভাঙ্গা ঝাফসা সকালের আকাশ , আর

টিপ টিপ শিশিরে দাগকাটা ভেজা বারান্দার মাটি
রামধনুর গায়ে মাখা শরতের রঙিন চিঠি ।  
রুক্ষ রুষ্ট মেঘাচ্ছন্ন অম্বরে ,তিমির আঁধার ঠেলে
শরতের দিপ্ত পাখা মেলে –
স্বর্গের তিলোওমা তুমি, আমার দেবালয়ে –
আলতো পায়ে, আবার ফিরে এলে ।
হিমের ছুঁয়ায় দোল খায় , একাকী দুপুর, শাদা কাশবনে  
পাল তুলে মাঝি বাড়ী ফীরে, আগমনীর গানে ।
সমুদ্রসৈকতে অধিস্থিতা  উর্বশী, নাকি
প্রবাহমান যন্ত্রণার স্রোতে  প্রেরণার উৎস তুমি!    
ব্রহ্মপুত্রের জলরাশি তোমার চরণ ছুয়ে  
দুখ বেদনা বুকে নিয়ে, নিস্তব্ধ নিরবে  
অনন্ত কাল থেকে অবিরাম ছুটে চলে
অজানা ঠিকানার খুঁজে ।  
ঝিম হাওয়ায় শিউলি ঝরায় , গন্ধ ছরায় প্রাণে  
গাছের পাতায় মৃদু টোকায় , শিশির ঝরায় বনে !
অপলক চেয়ে দেখো ব্রহ্মপুত্রে যদি  
শরতের শামীয়ানায় হেঁসে উঠে নদী!
নীলাচলের গা ঘেঁষা শাদা মেঘ, রাশি রাশি  
শরৎ ! তোমায় ভীষণ ভালোবাসি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক ভালো লাগলো।
  • একনিষ্ঠ অনুগত ১২/০৯/২০১৪
    শরতের সৌন্দর্য বর্ণনা, বেশ ভালো লাগলো
  • শরতের প্রাকৃতিক বর্ণনা ভাল লাগল।
  • কবিতাটি যথেষ্ট সুন্দর, এবং হৃদয়গ্রাহী। মাঝে মাঝে ছন্দতে আরও ভালো লেগেছে। আর পারিপার্শিকের সঙ্গেও বেশ মানিয়েছে।
    আপনাকে শারদ শুভেচ্ছা! @@
    U
  • রামধেনু > রামধনু, অধিস্তিত >অধিষ্টিতা হবে, স্রুতে > স্রোতে হবে, শরৎ বানানটা এটা হবে যখন একক ভাবে বলা হবে। নিস্তব্দ > নিস্তব্ধ, । কবিতাটা কিন্তু আমার কাছে অনেক ভাল লেগেছে ।
 
Quantcast