বিশ্বাস
গোধূলির অলস আকাশে
আবার ফিরে আসার -
যে রঙিন প্রতিসুত্রি ছড়িয়ে গেলে ,
তোমার আসার অপেক্ষায় ,কস্তুরিয়াভা চাঁদ -
সারারাত আমাকে গল্প শুনায় ।
মুখুশ পড়া গল্পের নায়ক ,
দুটি কালো হাত ।
নায়িকার হাত ধরে ,নির্বিকার খসে পড়ে
অজস্র রাত ......
ঘ্রাণ ঘৃণা নিয়ে এখনো সতেজ
পুড়ে পুড়ে বাচতে শেখা , নষ্ট মেয়েটি ।
কদর্য কালো দুটি হাত , নাকি
নষ্ট মেয়ের চোখের কাজল
কে বেশি কালো !
অশ্রু ভেজা সবুজ ঘাসে
শরতের সকাল নিয়ে -
দিব্বি তুমি আবার ফিরে এলে ।
অথচ ,নায়িকার উষ্ণ বসন্ত
আজও ফুঁড়োয় নী ।
যে প্রত্যয়ে চাঁদ সারারাত জেগে থাকে
তুমি কোনদিনও বিশ্বাসঘাতকতা করনি ।
এদিকে মানুষ হয়েও মেয়েটি
মানুষের বিশ্বাস পায়নি ।
নাটকের শেষ রাতে নায়কের প্রস্তান ,অন্ধ দুয়ার
মাজ মঞ্ছে দারিয়ে নায়িকা,
দর্শকের করতালির জোয়ার !
হিমের পরশ লেগে গায় ,
মুক্ত বিহঙ্গ দলে দলে উরে যায়
এত ছন্দ এত তাল
তবুও বিশ্বাসের বিরাট আকাল
নষ্ট মেয়ের অস্তিত্ব এখন
ভাঙাচোরা সকাল ।
আবার ফিরে আসার -
যে রঙিন প্রতিসুত্রি ছড়িয়ে গেলে ,
তোমার আসার অপেক্ষায় ,কস্তুরিয়াভা চাঁদ -
সারারাত আমাকে গল্প শুনায় ।
মুখুশ পড়া গল্পের নায়ক ,
দুটি কালো হাত ।
নায়িকার হাত ধরে ,নির্বিকার খসে পড়ে
অজস্র রাত ......
ঘ্রাণ ঘৃণা নিয়ে এখনো সতেজ
পুড়ে পুড়ে বাচতে শেখা , নষ্ট মেয়েটি ।
কদর্য কালো দুটি হাত , নাকি
নষ্ট মেয়ের চোখের কাজল
কে বেশি কালো !
অশ্রু ভেজা সবুজ ঘাসে
শরতের সকাল নিয়ে -
দিব্বি তুমি আবার ফিরে এলে ।
অথচ ,নায়িকার উষ্ণ বসন্ত
আজও ফুঁড়োয় নী ।
যে প্রত্যয়ে চাঁদ সারারাত জেগে থাকে
তুমি কোনদিনও বিশ্বাসঘাতকতা করনি ।
এদিকে মানুষ হয়েও মেয়েটি
মানুষের বিশ্বাস পায়নি ।
নাটকের শেষ রাতে নায়কের প্রস্তান ,অন্ধ দুয়ার
মাজ মঞ্ছে দারিয়ে নায়িকা,
দর্শকের করতালির জোয়ার !
হিমের পরশ লেগে গায় ,
মুক্ত বিহঙ্গ দলে দলে উরে যায়
এত ছন্দ এত তাল
তবুও বিশ্বাসের বিরাট আকাল
নষ্ট মেয়ের অস্তিত্ব এখন
ভাঙাচোরা সকাল ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১৫/০৯/২০১৪অনেক ভাল লাগলো... বানান ভুল আছে অনেক ... দেখে নিবেন ।
-
একনিষ্ঠ অনুগত ০৪/০৯/২০১৪বাহ... বেশ...
-
আশিস চৌধুরী ০১/০৯/২০১৪অনেক বানান ভুল আছে,একটু দেখে নেবেন।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০১/০৯/২০১৪অনেক ভাল লাগল।