www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাগো

জাগো মা দুর্গা দুর্গতি নাশিনী জাগো , মাগো !
সীমান্তে দাঁড়ানো রক্তে রাঙা কাঁটাতার –                            
কামানের কালো ধুয়া , ঝুদ্ধের হুঙ্কার ,
কালো আর লালে মিশে সভ্যতা একাকার ।
সাদা ঘাস বরফে মাথা কাটা দেহ যার
কারা হবে দণ্ডিত , কেগো পাবে সাজা তার!
ঝুদ্ধ যদিও বিরতির দাবিদার -
ধর্ম পরাজিত বেপরোয়া হানাদার ।
অহংকারী সভ্যতার , ভহঙ্করি কালো রাত...
যন্ত্রণার কলরবে , আসার আলো নিয়ে তবে ,                                
ভুরের আকাশে জাগো
জাগো মা দুর্গা দুর্গতি নাশিনী জাগো , মাগো !
চক্‌চকে  রাজপথে যুবতীর চীৎকার ,
লজ্জায় নত মাথা পাপী তুমি ধিক্কার !
চোখে জল টল্‌মল্‌ , কপালের লেখা
পৃথিবীর মাটিতে মা যে বরো একা !!
জীবনের সেরা স্রিতিগুলো –
কলঙ্কের কালো রাত কেড়ে নিলো
উৎপাতে দিসেহারা , কুৎসিত রাতে-
কে যে দিব্যি দিয়েছে সভ সহ্য করেনিতে ।
যদিনা চেতনা জাগে মানুষের সভাবে
মরেজেতে হবে তবে বাঁচবার অভাবে ।
প্রতিবাদী মিছিলের কাণ্ডারি হয়ে মাগো -
কুটিকুটি জনতার চেতনায় জাগো ।
জাগো মা দুর্গা দুর্গতি নাশিনী জাগো , মাগো !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast