তোমাকে শোনাই
তোমাকে শোনাই
তোমার লেখা কবিতাই তোমাকে শোনাই !
গঙ্গা স্রুতে ডুব দিয়ে কেউ স্বর্গ সুখে ভাসে
আবার জন্শ্রুতে তাক লাগিয়ে
ভরিয়ে দিলে লাশে ।
রঙ্গিন টিবির রঙ্গিন খবর –
লাশ নিয়ে আজ খেলা
মন্ত্রী সন্ত্রির ভিড় জমেছে
বিশাল কুম্ব মেলা।
রাজার হুকুম ভয়নেই আর
শুক করনা মৃতে ,
শ্মশান পুরী সাজিয়ে দেবো
লাশ পুড়াব ঘিতে।
লক্ষ টাকার অনুদান পাবে
আর, বাড়ি পৌছার গাড়ি,
গঙ্গায় ফেলো শাখা সিঁদুর
এই নাও সাদা সাড়ী !
হিসাব নিকাষ শেষের পরে
গঙ্গার ধার ফাঁকা
আবার হলো সূর্য উদয়
নতুন দিনের দেখা ।
কে করবে বিচার আর্
কোথায় নালিশ জানাই, তাই-
তোমার লেখা কবিতাই তোমাকে শোনাই!
বিরতির পর অন্ন খবর
ভুলে যাওয়ার পালা
কেউ কি জানে ছোট শিশুর
মায়ের কি যে জ্বালা !
মেলার ভিড়ে চাপা পরা
ছোট্ট ছেলে অতুল
হাতের মুঠয় জড়িয়ে ধরা
চাবি দেওয়া পুতুল ।
অতুল আর বেঁচে নেই
স্বাদের পুতুল একা
এই জীবনের পটভূমিতে
আর হবেনা দেখা।
এই চাবিতেই আমার প্রাণ
বেঁচে থাকার আশা
কেউ কি পারিস এই চাবিতেই
আতুল কে গিয়ে বাঁচা!
পুতুলের এই আজব কথার
জবাব কি যে বানাই, তাই-
তোমার লেখা কবিটাই তোমাকে শোনাই !
তোমার লেখা কবিতাই তোমাকে শোনাই !
গঙ্গা স্রুতে ডুব দিয়ে কেউ স্বর্গ সুখে ভাসে
আবার জন্শ্রুতে তাক লাগিয়ে
ভরিয়ে দিলে লাশে ।
রঙ্গিন টিবির রঙ্গিন খবর –
লাশ নিয়ে আজ খেলা
মন্ত্রী সন্ত্রির ভিড় জমেছে
বিশাল কুম্ব মেলা।
রাজার হুকুম ভয়নেই আর
শুক করনা মৃতে ,
শ্মশান পুরী সাজিয়ে দেবো
লাশ পুড়াব ঘিতে।
লক্ষ টাকার অনুদান পাবে
আর, বাড়ি পৌছার গাড়ি,
গঙ্গায় ফেলো শাখা সিঁদুর
এই নাও সাদা সাড়ী !
হিসাব নিকাষ শেষের পরে
গঙ্গার ধার ফাঁকা
আবার হলো সূর্য উদয়
নতুন দিনের দেখা ।
কে করবে বিচার আর্
কোথায় নালিশ জানাই, তাই-
তোমার লেখা কবিতাই তোমাকে শোনাই!
বিরতির পর অন্ন খবর
ভুলে যাওয়ার পালা
কেউ কি জানে ছোট শিশুর
মায়ের কি যে জ্বালা !
মেলার ভিড়ে চাপা পরা
ছোট্ট ছেলে অতুল
হাতের মুঠয় জড়িয়ে ধরা
চাবি দেওয়া পুতুল ।
অতুল আর বেঁচে নেই
স্বাদের পুতুল একা
এই জীবনের পটভূমিতে
আর হবেনা দেখা।
এই চাবিতেই আমার প্রাণ
বেঁচে থাকার আশা
কেউ কি পারিস এই চাবিতেই
আতুল কে গিয়ে বাঁচা!
পুতুলের এই আজব কথার
জবাব কি যে বানাই, তাই-
তোমার লেখা কবিটাই তোমাকে শোনাই !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফাহমিদা ফাম্মী ৩১/০৭/২০১৪কেন যেন কবিতাটা অনেক ভালো লাগলো ...
-
কোয়েল ৩০/০৭/২০১৪আসাধারণ হয়েছে লেখাতটি।এক্কেবারে বাস্তব চিত্রায়ণ।
-
সুরজিৎ সী ২৭/০৭/২০১৪দারুণ লেখা
-
ফারুক আজিজ ২৬/০৭/২০১৪nice
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৭/২০১৪চমৎকার ভাবনা। বেশ ভাল লাগল।
-
শিমুল শুভ্র ২৬/০৭/২০১৪আসরে সুসাগতম
প্রথম প্রয়াস অসাধারণ ভালো লাগলো চমৎকার অনিভুতি
এখন থেকে আপনাকে যে কাজ গুলো করতে হবে-অবশ্য এতে লাভবান আপনি ই হবেন ।
১।আসরে নিয়মিত থাকতে হবে ।
২। নিয়মিত গঠন মুলক চিন্তা ধারায় কবিতা তৈরি করে পোষ্ট করতে হবে ।
৩।একটা কবিতা পোষ্ট করে মিনিমাম ২০ টি কবিতা পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে ।
৪। সবার পাতায় হাঁটতে হবে ।
৫।কবিতা পাঠ করার পর ঐ কবিতার সারাংশ তুলে এনে ভালো মন্দের বিচার করে মন্তব্য করতে হবে।
৬।মন্তব্য করার সময় খেয়াল রাখতে হবে ঐ লেখক যেন মনে কষ্ট না পায় ।সেই দিকে খেয়াল রাখতে হবে ।
৭।এডমিন এবং আসরের নিয়ম কানুন মেনে চলতে হবে ।
দেখবেন এক বছর নিয়মিত থাকলে আপনি যোগ বিয়োগ মিলিয়ে দেখবেন কত টা একটিভ হয়ে গেছেন আপনি ।
অনেক ভালোবাসা জানবেন । কবিতায়নে থাকুন ।ভালো থাকুন নিরবধি ।