www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চন্দ্রগ্রহণ

তোমার কোমল দুটি হাতে যেভাবে জড়িয়ে ধরেছ
তারপর তো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম ।
গভীর নীরব নিশির অবিরল অন্ধকারে ,
যান্ত্রিক পৃথিবীর ফাঁকা বাইপাসে
তোমার হৃদয়ের স্পন্দনে
অসীম দুর্নিবার বেদনার গভীরতা অনুভব করেছি ।
পাওয়া না পাওয়ার দুই মেরুর মাঝখানে
যে জলছবির নীলাভ ক্যানভাস এঁকেছ ,
জাদুহাতের তুলিতে একপশলা চোখের জলে
রামধনুর রঙের বাহার আকাশ জুড়ে ।
সময়ের সংকীর্ণ পথ বেয়ে , জীবনের গোপন আতঙ্ক ,
নিহিত কালের সমুদ্রের ছলছল তালে তাল মিলিয়ে -
তুমি অঘোষিত ইতিহাস হয়ে হারিয়ে গেলে ।
চাঁদের মুখে ঘামের আলপনায় জেনো লেখা আছে -
আজ চন্দ্রগ্রহণ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast