অপূর্ব দেব
অপূর্ব দেব -এর ব্লগ
-
বৃষ্টি হয়ে ফিরে আয় ,
ছুঁয়ে দেখ-
জানালায় নরম হাতের ছাপ ।
নীরবে , তৃপ্ত চোখ বন্ধ হয়েছে আজ ! [বিস্তারিত] -
দেখো ,
কতটা পাড় ভাঙনের পরও
মাথা তুলে দাঁড়িয়ে আছে
নদীর পারের গাছটি ! [বিস্তারিত] -
পাথর পাহাড় , নিবিড় সবুজ ছায়ার ঘুম
ক্ষত বিক্ষত ঢেউ অজস্র নিঝুম ।
পাতার আড়ালে লুকানো- পাহাড়ি ফুলের প্রেম-
প্রেমিকের মন ছুঁতে চায় , [বিস্তারিত] -
পাতা ঝরা বসন্তের চেনাজানা পথ ,
অজানা এক ঠিকানার
ব্যাপ্ত অতি বেস্ততা ,
পথিকের পায়ে চাপা [বিস্তারিত] -
একটা রাত ঘুমিয়ে আছে- কুয়াশার চাদরে মুখ গুঁজে,
একটা শহর জেগে আছে- উড়াল পুলের ছাদের তলায় ;
ঝলসানো রুটি , সবজি-ডালের সস্তা ধোঁয়া কুয়াশায় ,
স্ট্রিট লাইট ঘিরে আলোর চোখে চোখ , [বিস্তারিত] -
অগোছালো মেঘ, মন পাখি হয়ে উড়ে যেতে চায়
অনন্ত দিগন্তের সীমানায় –
সূর্যের মুখোমুখি দাঁড়ালে , জ্বলে পুড়ে হবো ছাই
তবুও কালো মেঘ হয়ে উড়ে যেতে চাই [বিস্তারিত] -
হিমের পরশে ঝরা শরতের শিউলি
ঘাসের ওপর শুয়ে –নিরিবিলি কান পেতে -
ঘুম ভাঙ্গা শহরের গান শুনে ।
আকাশে অসীম নীল , পাখিদের কিলবিল [বিস্তারিত] -
নীল পাহাড়ি বৃষ্টি হয়ে তোমার গায়ে মিশে যাবো
তারপর না হয় গড়িয়ে গড়িয়ে
অনেক দূরের পথ পেরিয়ে
সমুদ্রে হারিয়ে যাবো । [বিস্তারিত] -
আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার সাথে কথা বলি-
প্রাণ ভরে একান্ত মনের কথা
এই কথোপকথনের কোন লিপি নেই , কোন পরিধি নেই
যত্ন করে আগলে রেখেছি হৃদয়ের মণিকোঠায় [বিস্তারিত] -
অবিরাম বৃষ্টির টিপটিপ কোলাহল
ভেজা জানালার ওপারে -
আধময়লা অলস দুপুরটাকে তরতাজা করে ,
একঝাক মৃতপ্রায় গাছের পাতা- [বিস্তারিত] -
আফ্রিকার গহন নিরুদ্দেশ কোন জঙ্গলের মত
দুর্গম ধাবমান ছায়া হয়ে -
অন্দকার নেমে আসে কৃষকের চোঁকে মুখে ।
আধময়লা ছেড়া গামছা পরা লোকটা [বিস্তারিত] -
গণতন্ত্রের মুখে মাছি !
উগ্র কিছু কূপমণ্ডূক বর্বর আজও রয়েছে
যারা
যুক্তির কোন ধার ধারে না , মানবিকতাতো কোন ছার ; [বিস্তারিত] -
ঘুম ভাঙ্গা ঝাফসা সকালের আকাশ , আর
টিপ টিপ শিশিরে দাগকাটা ভেজা বারান্দার মাটি
রামধনুর গায়ে মাখা শরতের রঙিন চিঠি ।
রুক্ষ রুষ্ট মেঘাচ্ছন্ন অম্বরে ,তিমির আঁধার ঠেলে [বিস্তারিত] -
গোধূলির অলস আকাশে
আবার ফিরে আসার -
যে রঙিন প্রতিসুত্রি ছড়িয়ে গেলে ,
তোমার আসার অপেক্ষায় ,কস্তুরিয়াভা চাঁদ - [বিস্তারিত] -
জাগো মা দুর্গা দুর্গতি নাশিনী জাগো , মাগো !
সীমান্তে দাঁড়ানো রক্তে রাঙা কাঁটাতার –
কামানের কালো ধুয়া , ঝুদ্ধের হুঙ্কার ,
কালো আর লালে মিশে সভ্যতা একাকার । [বিস্তারিত]
- ১
- ২