www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাহুমুক্তির প্রতিজ্ঞাপত্র

আজকে কোথাও না কোথাও চলে যাবোই
সংসারের সব মায়া আর মমতা কাটিয়ে
কোনদিন আর ফিরে না আসার প্রতিজ্ঞায়
নতুন কোন পৃথিবীর অনিবার্য প্রয়োজনীয়তায়...

খুবই কী কঠিন মনুষ্যত্বসহ বেচে থাকা? সত্যিই সুকঠিন, ভাইসব...
যখন প্রতিদিনই মানুষ হত্যা স্বাভাবিক
ধর্ষন, প্রতারণা, জালিয়াতির খবর
প্রকাশিত হতেই থাকবে, থামবে না...
সততা, সত্যবাদিতা শুধু পাঠ্যপুস্তকেই থেকে যাবে,
এমন পৃথিবীতে আমার সন্তানকে রেখে যেতে হবে!

ঘরের দরজা জানালা বন্ধ করে,
চোখ কান বুজে
সারাজীবন শুয়ে থাকতে পারবো না,
ঝিঁ ঝিঁ ধরে যাবে
বাইরের জনাকীর্ণ জীবনও কাম্য নয়,
ঘেন্না ধরে গেছে
তাই ভাবছি বারমুডা ট্রায়াঙ্গলে
চলে যাবো যেভাবে পারি...
কেউই এমনকি আমিও জানতে পাবো না
আমি কোথায় চলে গিয়েছি কিংবা কোথায় যাবো...!

বছরের পর বছর ধরে কেবলই
এমন ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ
আর বাদবাকি সবাই মুর্খ,
একথা যেমন বলা যাবে না
তেমন নিরব নপুংসক দর্শক হয়ে,
সংসার ঠেলে চালিয়ে যাওয়া
এই পৃথিবীর ঘটনাবলীর সমাবেশ আর বিন্যাস দেখতে থাকা,
এ আর কোনোভাবেই চলছে না, চলবে না
চোখেও চালশে পড়তে শুরু করেছে...

তাই আজকে কোথাও না কোথাও চলে যাবোই,
নিশ্চিত চলে যাবো, আর ফিরে না আসার প্রতিজ্ঞায়...
-
আনোয়ার পারভেজ নূর শিশির
১২/১২/২০১৭/মঙ্গলবার
উত্তরা ঢাকা বাংলাদেশ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast