জগত সমান্তরাল
আমাকে চিনতে আমার কাটলো চিরকাল
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল।।
আমাকে কখনও আমি চাক্ষুষ দেখিনি
ইহলোক আজো যেমন দেখেনি পরকাল,
অথচ জীবন প্রবাহ বয়ে যায় তেমনি
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল...
খুঁজে ফিরি নিয়ত আমার দেহের দোসর
তৃষ্ণার্ত চোখে চাহি, মায়া মরিচিকা,
অথচ সবই ফাঁকিজুঁকি, বিবর্ণ ধূসর
নামের আড়ালে আমি কেবল অনামিকা...
শতরূপে শত রিপু আমারে তাড়ায়
পাপ করে দেহকান্ড, আমি করিনা,
দেহ আমার অন্তস্থ যন্ত্রণা বাড়ায়
আপন মাংসে সন্ত্রস্ত বৈরী হরিণা...
শমন আসে তবু দেহের কাঙ্খা সীমাহীন
মনের পর্দা টেনে দিলেও দেহ বেপর্দা,
প্রভূর নিকট পানাহ চাহি আমি দীনহীন
মরার আগে মরার কথা ভাবি সর্বদা...
জীবনের সংগে মরন চলে পাশাপাশি
অমর হবার বান্ছা তবু থাকে চিরকাল,
আমি কান্দি, দেহ আমার করে হাসাহাসি
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল...
আমাকে চিনতে আমার কাটলো চিরকাল
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল।।
______________
উত্তরা, ঢাকা
বাংলাদেশ
১৫/০৭/২০১৭
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল।।
আমাকে কখনও আমি চাক্ষুষ দেখিনি
ইহলোক আজো যেমন দেখেনি পরকাল,
অথচ জীবন প্রবাহ বয়ে যায় তেমনি
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল...
খুঁজে ফিরি নিয়ত আমার দেহের দোসর
তৃষ্ণার্ত চোখে চাহি, মায়া মরিচিকা,
অথচ সবই ফাঁকিজুঁকি, বিবর্ণ ধূসর
নামের আড়ালে আমি কেবল অনামিকা...
শতরূপে শত রিপু আমারে তাড়ায়
পাপ করে দেহকান্ড, আমি করিনা,
দেহ আমার অন্তস্থ যন্ত্রণা বাড়ায়
আপন মাংসে সন্ত্রস্ত বৈরী হরিণা...
শমন আসে তবু দেহের কাঙ্খা সীমাহীন
মনের পর্দা টেনে দিলেও দেহ বেপর্দা,
প্রভূর নিকট পানাহ চাহি আমি দীনহীন
মরার আগে মরার কথা ভাবি সর্বদা...
জীবনের সংগে মরন চলে পাশাপাশি
অমর হবার বান্ছা তবু থাকে চিরকাল,
আমি কান্দি, দেহ আমার করে হাসাহাসি
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল...
আমাকে চিনতে আমার কাটলো চিরকাল
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল।।
______________
উত্তরা, ঢাকা
বাংলাদেশ
১৫/০৭/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১৭/০৭/২০১৭কবি, স্তবক-৪এ এসে একটু চিন্তায় ডুবিয়ে দিলেন। বলেন কেন? আমি আরে দেহ যদি সমান্তরালে বহে তবে এই স্তবকে পাপের ভার শুধু দেহকে দিলেন? সুন্দরের জয় হউক। শুভকামনা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৭/২০১৭অনেক ভালো।
-
আব্দুল হক ১৬/০৭/২০১৭সুন্দর
-
কামরুজ্জামান সাদ ১৬/০৭/২০১৭ছন্দের লয়ে একটু তারতম্য হলেও কবিতাটি দারুন লেগেছে।
-
সাঁঝের তারা ১৬/০৭/২০১৭ভাল