www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জগত সমান্তরাল

আমাকে চিনতে আমার কাটলো চিরকাল
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল।।


আমাকে কখনও আমি চাক্ষুষ দেখিনি
ইহলোক আজো যেমন দেখেনি পরকাল,
অথচ জীবন প্রবাহ বয়ে যায় তেমনি
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল...


খুঁজে ফিরি নিয়ত আমার দেহের দোসর
তৃষ্ণার্ত চোখে চাহি, মায়া মরিচিকা,
অথচ সবই ফাঁকিজুঁকি, বিবর্ণ ধূসর
নামের আড়ালে আমি কেবল অনামিকা...


শতরূপে শত রিপু আমারে তাড়ায়
পাপ করে দেহকান্ড, আমি করিনা,
দেহ আমার অন্তস্থ যন্ত্রণা বাড়ায়
আপন মাংসে সন্ত্রস্ত বৈরী হরিণা...


শমন আসে তবু দেহের কাঙ্খা সীমাহীন
মনের পর্দা টেনে দিলেও দেহ বেপর্দা,
প্রভূর নিকট পানাহ চাহি আমি দীনহীন
মরার আগে মরার কথা ভাবি সর্বদা...


জীবনের সংগে মরন চলে পাশাপাশি
অমর হবার বান্ছা তবু থাকে চিরকাল,
আমি কান্দি, দেহ আমার করে হাসাহাসি
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল...


আমাকে চিনতে আমার কাটলো চিরকাল
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল।।


______________
উত্তরা, ঢাকা
বাংলাদেশ
১৫/০৭/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিপ্লব চাকমা ১৭/০৭/২০১৭
    কবি, স্তবক-৪এ এসে একটু চিন্তায় ডুবিয়ে দিলেন। বলেন কেন? আমি আরে দেহ যদি সমান্তরালে বহে তবে এই স্তবকে পাপের ভার শুধু দেহকে দিলেন? সুন্দরের জয় হউক। শুভকামনা।
    • কবিবর, নিশ্চয়ই জানেন, "অজঃ নিত্য শাশ্বত হয়ং পুরান, ন হন্যতে হন্যমানে শরীরে - এ আত্মা অবিনশ্বর, চিরনিত্য, শরীরকে বিনষ্ট করলেও ইনি নিহত হন না" অথচ আত্মা বা আমি শরীরেই সমান্তরালে অবস্থান করে... আমার ধারণায়, শরীর আত্মাকে ভোগে বাধ্য করে আর আত্মা শরীরকে ত্যাগে... অথচ তারা দুজনে একই মর্ত্যে সমান্তরালে বয়ে যায়... সকলের শুভ ও মঙ্গল হোক...
  • অনেক ভালো।
    • শুভেচ্ছা ও ধন্যবাদ...
  • আব্দুল হক ১৬/০৭/২০১৭
    সুন্দর
  • ছন্দের লয়ে একটু তারতম্য হলেও কবিতাটি দারুন লেগেছে।
    • আসলে ছন্দের লয়ে তারতম্য হওয়ার কোনো সুযোগ এখানে ঘটে ওঠেনি কারণ এটি অক্ষরবৃত্ত মাত্রায় লেখা একটি গীতিকবিতা... এতে একটা নিজস্ব সুরারোপ করা রয়েছে, এটি যখন গাওয়া হবে তখন এর ছন্দে এতটুকুও তারতম্য হবে না... আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...
    • সত্যিই...! অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ...
  • সাঁঝের তারা ১৬/০৭/২০১৭
    ভাল
 
Quantcast