কেন
এইতো সেদিন রবিবার রাত আটটা কি সাড়ে আটটা হবে। যাচ্ছিলাম ফকিরাপুল। পল্টন মোড় থেকে সামনে হেঁটে চলছি। আকাশ কুশুম কল্পনা মনে। রাস্তার পূর্ব পাশ দিয়ে হাাঁটছি। কিন্তু হঠাৎ বায়তুল মোকাররম এর সামনে গিয়ে আমার চোখে ধূয়া দেখা শুরু করলাম। বায়তুল মেকাররম এর বিপরীত পাশে একটি ঔষধ দোকান। বন্ধ। সার্টার আটকানো। তারপর কলাবসিভল গেট। এই শেষ হলে আমার মাথা ব্যথা ছিলনা। মাথা ব্যথাটা হলো দোকানের সার্টার ও কলাবসিভল গেট এর তালা গুলো দেখে। একটি নয় পাঁচটি বা দশটিও নয় গুনে গুনে ৩৬ টি তালা লাগানো। কেন একটি দোকানে এত গুলো তালা লাগাতে হবে? কেন ? কেন ?? কেন???
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।