স্বাধীনতার শ্লোগানে
শহীদের বলিদানে
বাংলাদেশ স্বাধীন সার্বভোম
ত্যাগের মহিমায় উদ্ভাসিত বিশ্বে
নতুন সুর্যাদয়ের চিন্তালোকে কাটিয়াছে নির্ঘুম।
অত্যাচার, লুন্ঠন, শোষন, নিপিড়ন
জানি সহ্য করিবার নহে
নিথর শরীর, শঙ্খিত মন, অশ্রুসিক্ত আখি
নয়নের জলে নদীর ধারা বহে।
জৌতি বিকিরণময় পূর্ণিমার রাত্রীতে
আমাবশ্যার কালিমার আবাস চলমান
এহেন পরিস্থিতিতে মৃত্তিকার টানে ঐক্যের তরীতে
স্বাধীনতার শ্লোগানে মুজিব, জিয়াউর রহমান।
মৃত্তিকার টানে জীবন বাজি রাখা যায়
ভাষা আন্দোলন, গণভুত্থান তার প্রমান.
মুজিব, জিয়া, তাজউদ্দীন, ওসমানি বুদ্ধিজীবি সহ
নাম না জানা লাকো বীর সন্তান।
বাংলাদেশ স্বাধীন সার্বভোম
ত্যাগের মহিমায় উদ্ভাসিত বিশ্বে
নতুন সুর্যাদয়ের চিন্তালোকে কাটিয়াছে নির্ঘুম।
অত্যাচার, লুন্ঠন, শোষন, নিপিড়ন
জানি সহ্য করিবার নহে
নিথর শরীর, শঙ্খিত মন, অশ্রুসিক্ত আখি
নয়নের জলে নদীর ধারা বহে।
জৌতি বিকিরণময় পূর্ণিমার রাত্রীতে
আমাবশ্যার কালিমার আবাস চলমান
এহেন পরিস্থিতিতে মৃত্তিকার টানে ঐক্যের তরীতে
স্বাধীনতার শ্লোগানে মুজিব, জিয়াউর রহমান।
মৃত্তিকার টানে জীবন বাজি রাখা যায়
ভাষা আন্দোলন, গণভুত্থান তার প্রমান.
মুজিব, জিয়া, তাজউদ্দীন, ওসমানি বুদ্ধিজীবি সহ
নাম না জানা লাকো বীর সন্তান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে এস সাব্বির ২৯/১২/২০১৫
-
প্রদীপ কুমার দে ২৮/১২/২০১৫স্বাধীনতা সংগ্রামী বীর পুত্রদের জয় হোক।
-
সুব্রত দাশ আপন ২৮/১২/২০১৫অনেকদিন পর আবার তারুন্য ব্লকে আসলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে ব্লকে আশা সম্ভব হয়নি। আজ হতে নিয়মিত হবো বলে আশা করছি।
জানি সহ্য করিবার নহে
নিথর শরীর, শঙ্খিত মন, অশ্রুসিক্ত আখি
নয়নের জলে নদীর ধারা বহে।
ভাল লাগল ।