www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাজনৈতিক ছোবল


আজ বাংলার জমিনে স্বাধীনদেশের স্বাধীন পাতকা
উড়ছে দেখে হিংসা লাগে চোঁখে
তাদেরই আজ অবমূল্যায়ন হচ্ছে
যারা স্বাধীনতার মুকুট ছিনিয়ে আনতে দাড়িয়েছিল রুখে।
আজ রাজকার মুক্তিযোদ্ধা হচ্ছে
স্বদেশের নিবেদিত প্রাণ মুক্তিযোদ্ধা হচ্ছে রাজাকার
মুখে যাই আসছে তাই বলেছে,
সময় নেই প্রতিবাদের দুর্বার গড়ে তোলার।
রবীঠাকুরের অলস বাঙালী পান্তা চিবিয়ে থেকে পারে না
আজ কেন জানি বড় মনে পড়ে
গণতন্ত্রের বাগানটা এতো যত্ন করার পরেও
ফুলগুলো রাজনৈতিক ছোবলে যাচ্ছে ঝরে।
আজ রাজনৈতিক প্রতিহিংসা ও ধান্দায় মন ব্যস্ত
দেশের কোন স্বার্থ নয়
স্বাধীনতার উচ্চশির আজ নিচু হচ্ছে
না জানি কি হয়, বিষন ভয় হয়।
মুক্তিযোদ্ধের চেতনা তাও যদি হয় দলীয়করণ নীতি
তবে কেন দেশের তরে শহীদ হয়েছে
বাংলার সমগ্র জাতি?
রক্ত পিশাচররা আজ স্বাধীনতার ঘোষক জিয়া
ও মাতৃকার শ্রেষ্ট সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবকে
অবমূল্যায়ন করছে রাজনৈতিক কৌশলে
যেন কোটি কোটি টাকার গণতন্ত্রের বাগান নষ্ট করছে
চার টাকা দামের ছাগলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আতিক রহমান ০৫/০২/২০১৫
    কতিপয় কয়েক দল নয়, সকলের নীরবতাই দেশের অবনতির কারন। বেশ ভালো হয়েছে।
  • ফিরোজ মানিক ০৫/০২/২০১৫
    গণতন্ত্রকে নিয়ে টানা হেচড়া করতে করতে রাজনৈতিক দলগুলো আজ ক্লান্ত, আর তারই খেশারত দিতে হচ্ছে সাধারণ মানুষগুলোকে। অনেক ভাল লাগলো।
  • Pp ০৫/০২/২০১৫
    ভাল।। লাগল কবি ...আসলে বাংলা দেশের অবস্থা কুব খারাপ
  • সুলতান মাহমুদ ০৫/০২/২০১৫
    good
  • সবুজ আহমেদ কক্স ০৫/০২/২০১৫
    লিখা টা অনেক ভালো লাগলো ,,,,,,,,,,,,,
    সো ফাইণ...........................
  • সবুজ আহমেদ কক্স ০৫/০২/২০১৫
    ছন্দ অন্ত্যমিল এর দিক আরো বেশি মনোযোগ দেওয়া
    উচিৎ নয় কী ............?
    • সুব্রত দাশ আপন ০৭/০২/২০১৫
      অসংখ্যা ধন্যবাদ আপনাকে। কিন্তু কবি সামনে হতে কপি করে কোন মন্তব্য না দিলে বেশ খুশি হবো।
 
Quantcast