দূর্নীতির বীজ
জন্মভূমি মাতৃকার টানে, হয়েছি আজ ঘরছাড়া
দুবৃর্ত্তের হাতে দেশ আজ বন্দি
বলতে পারেনকি এ জন্য দায়ী কারা?
দুর্নীতি ভাইরাসের মতো ছড়িয়ে ছিড়িয়ে পড়েছে
প্রত্যেক মানুষের শিরা উপশিরায়
লম্বা খড় খেতে অভ্যস্ত হয়েগেছে জাতি
আজ নেই কি পিছু ফেরার!
মানুষে মানুষে নেই আন্তরিকতা
যায়না দেখা সহিষ্ণু আচরণ
মানুষের মনুষ্যত্ব লোভ পেয়েছে
বিবেককে করেছে নরকে সংযোজন।
দুর্নীতি আজ ভরপুর, শহীদের রক্তে অর্জিত এ দেশে
মনে হয় শহীদের রক্ত বৃথা গেল
বাংলার সাগরে দুর্নীতির নৌকা উঠেছে ভেসে।
ওরে সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা
এ জন্যেই কি হয়েছিল মুক্তিযুদ্ধ
দুর্নীতির বীজ আজ ছড়িয়ে ছিঠিয়ে থাকা স্বত্বেও
জাতি আজ কেন বাকরুদ্ধ?
রক্ত পিশাচর নরকেরকীট যুদ্ধাপরাধীরা
এ দেশে কিলবিল দেয় হাসি
তারা যেন বলে, নীতি তোমাদের কি বদলে গেছে
তোরাতো দেশ প্রেমিক
তবে কেন ভুলে ফেলে রেখেছিস
রবীঠাকুরের আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।
দুবৃর্ত্তের হাতে দেশ আজ বন্দি
বলতে পারেনকি এ জন্য দায়ী কারা?
দুর্নীতি ভাইরাসের মতো ছড়িয়ে ছিড়িয়ে পড়েছে
প্রত্যেক মানুষের শিরা উপশিরায়
লম্বা খড় খেতে অভ্যস্ত হয়েগেছে জাতি
আজ নেই কি পিছু ফেরার!
মানুষে মানুষে নেই আন্তরিকতা
যায়না দেখা সহিষ্ণু আচরণ
মানুষের মনুষ্যত্ব লোভ পেয়েছে
বিবেককে করেছে নরকে সংযোজন।
দুর্নীতি আজ ভরপুর, শহীদের রক্তে অর্জিত এ দেশে
মনে হয় শহীদের রক্ত বৃথা গেল
বাংলার সাগরে দুর্নীতির নৌকা উঠেছে ভেসে।
ওরে সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা
এ জন্যেই কি হয়েছিল মুক্তিযুদ্ধ
দুর্নীতির বীজ আজ ছড়িয়ে ছিঠিয়ে থাকা স্বত্বেও
জাতি আজ কেন বাকরুদ্ধ?
রক্ত পিশাচর নরকেরকীট যুদ্ধাপরাধীরা
এ দেশে কিলবিল দেয় হাসি
তারা যেন বলে, নীতি তোমাদের কি বদলে গেছে
তোরাতো দেশ প্রেমিক
তবে কেন ভুলে ফেলে রেখেছিস
রবীঠাকুরের আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফিরোজ মানিক ০৪/০২/২০১৫দূর্নীতি আর রাজনীতি দুটিরই একটাই নীতি।
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৪/০২/২০১৫ভীষণ সময় সাপেক্ষা।
-
নিহাল নাফিস ০৪/০২/২০১৫হুম ঠিক বলেছেন
-
সবুজ আহমেদ কক্স ০৪/০২/২০১৫ছন্দ অন্ত্যমিল, রাখলে লিখা টা আরো ভাল লাগতো
সো ফাইণ...............।।ভাল হয়েছে,,,,,,,,,,.........। -
স্বপন রোজারিও(১) ০৪/০২/২০১৫সন্ত্রাসীদের হাতে আজ দেশ বন্দি