পলিটিক্যাল বিজনেস
গণতন্ত্র হত্যা দিবস, গণতন্ত্র রক্ষা দিবস
নানান নামে নানান কর্মসূচী
রাজনৈতিক কবলে সাধারণ মানুষ পতিত হচ্ছে
ক্ষমতাসীনদল বিরোধীদলগুলোকে সীমাহীন হয়রানী করা
এগুলোকেই মনে হয় গণতন্ত্র বুঝি।
রাজনীতি আজ মানবসেবা নয়
শুধুই পলিটিক্যাল বিজনেস
ব্যবসা চালাতে ছাত্র নামে গুন্ডা বানাচ্ছে
অকালে মায়ের কুল খালি করে
মরনান্ত্রের আঘাতে হচ্ছে শেষ।
কালটাকা সাদা করার মহোসব
ফায়দা লুঠাচ্ছে রাজনৈতিক কৌশলে
মাঝখানে জনগণ খেলার পুতুল হচ্ছে
দেশটা আজ রাঘব ভোয়ালদের দখলে।
নানান নামে নানান কর্মসূচী
রাজনৈতিক কবলে সাধারণ মানুষ পতিত হচ্ছে
ক্ষমতাসীনদল বিরোধীদলগুলোকে সীমাহীন হয়রানী করা
এগুলোকেই মনে হয় গণতন্ত্র বুঝি।
রাজনীতি আজ মানবসেবা নয়
শুধুই পলিটিক্যাল বিজনেস
ব্যবসা চালাতে ছাত্র নামে গুন্ডা বানাচ্ছে
অকালে মায়ের কুল খালি করে
মরনান্ত্রের আঘাতে হচ্ছে শেষ।
কালটাকা সাদা করার মহোসব
ফায়দা লুঠাচ্ছে রাজনৈতিক কৌশলে
মাঝখানে জনগণ খেলার পুতুল হচ্ছে
দেশটা আজ রাঘব ভোয়ালদের দখলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনন্দ রাজবংশী ১০/০২/২০১৫ভাল বলেছেন
-
নিহাল নাফিস ০৪/০২/২০১৫ভাল বলেছেন ভাইয়া
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/০২/২০১৫তীব্র নিন্দা জানাই এই ঘৃনিত পলিটিক্যাল বিজনেসের।
-
সবুজ আহমেদ কক্স ০৩/০২/২০১৫ভালো হয়েছে............।
-
ঐশ্বরিক হিমা ০২/০২/২০১৫শুধুই পলিটিক্যাল বিজনেস গুরু।
-
স্বপন রোজারিও(১) ০২/০২/২০১৫সত্যি কথা লিখেছেন কবি। রাজনীতি তার রুপ হারিয়েছে। ধন্যবাদ