শান্তির পথে এগোতো চাই
দেশে যা চলছে তা কেমন লড়াই
আমার নিজেরও হাসি পাই!
জনস্বার্থ জলাঞ্জলী দিয়ে,
নিজ স্বার্থে পা পাড়ায়।
প্রতিহিংসার আগুনে সাধারণ জনগণ ভীত
অর্থনীতির মূল চাবি কাটি
বিভিন্ন প্রতিষ্ঠান আগুড়ে পুড়ে ছায় হয়ে যায়।
এফবিসিসিআই জোর কন্ঠে বলছেন
আইন করে হরতাল নিষিদ্ধ করুন
আমার দাবী-মনগড়া আইনে সংবিধান না করে
আইনকে আইনের পথে প্রয়োগ করে আইন মানুন।
আমরা নির্বাচন কমিশন ও আইন বিভাগ
স্বাধীন চাই, স্বাধীন দেখতে চাই,
আইন প্রয়োগে মানুষ, নাকি মানুষের জন্য আইন
আপনাদের কাছে প্রশ্নে রেখে যায়।
সাংবিধানিক আইন বাস্তবায়িত হয়ে
রক্তে অর্জিত দেশে হানামারি পরিহার করে
শান্তির পথে এগোতো চাই,
আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই।
আমার নিজেরও হাসি পাই!
জনস্বার্থ জলাঞ্জলী দিয়ে,
নিজ স্বার্থে পা পাড়ায়।
প্রতিহিংসার আগুনে সাধারণ জনগণ ভীত
অর্থনীতির মূল চাবি কাটি
বিভিন্ন প্রতিষ্ঠান আগুড়ে পুড়ে ছায় হয়ে যায়।
এফবিসিসিআই জোর কন্ঠে বলছেন
আইন করে হরতাল নিষিদ্ধ করুন
আমার দাবী-মনগড়া আইনে সংবিধান না করে
আইনকে আইনের পথে প্রয়োগ করে আইন মানুন।
আমরা নির্বাচন কমিশন ও আইন বিভাগ
স্বাধীন চাই, স্বাধীন দেখতে চাই,
আইন প্রয়োগে মানুষ, নাকি মানুষের জন্য আইন
আপনাদের কাছে প্রশ্নে রেখে যায়।
সাংবিধানিক আইন বাস্তবায়িত হয়ে
রক্তে অর্জিত দেশে হানামারি পরিহার করে
শান্তির পথে এগোতো চাই,
আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫anek valo laglo @ anek bar porlam
-
মুহাম্মদ রুহুল আমীন ৩০/০১/২০১৫কবিতা খুবই ভাল লাগল
-
ফিরোজ মানিক ২৯/০১/২০১৫দেশে যা চলছে তা চলবেই, আপনার আমার তাতে করার কিছুই নাই।
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫আমরা ও শান্তির পথে থাকতে চাই ............।।আসুন সবাই ............।
-
রক্তিম ২৯/০১/২০১৫বেশ লাগলো ।
-
আহমাদ মাগফুর ২৯/০১/২০১৫প্রতিবাদের জন্য সাধুবাদ!
আরো জোর প্রতিবাদ কাম্য!