গণতন্ত্রের গেইটের দরজা আজ তালাবদ্ধ
সালাম, বরকত, শফিউর, রফিক, জব্বার
যেন কবর থেকে করছে চিৎকার
গর্জে উঠো আরেক বার
এ সংগ্রাম আমাদের গণতন্ত্রকে রক্ষা করার।
বাক স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য
কত মানুষ অকালে প্রাণ দিল
গণতন্ত্রের গেইটের দরজা আজ তালাবদ্ধ
এমন পরিস্থিতির বাংলাদেশে
শহীদদের ত্যাগের বিনিময়ে কিবা পেল।
আজ পথেঘাটে মানুষ খুন
জঙ্গিবাদের প্রকাশ্যে মানুষ খুনের পরিকল্পনাকেও
হার মানাচ্ছে,
জাতির কি প্রতিবাদের ভাষা জানা নেই
রাঘব বোয়ালরা দেশটাকে মায়ের ভোগে পাঠাচ্ছে।
তবে কি শহীদের রক্ত বৃথা যাবে
রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশে,
গণতন্ত্র নামধারী রাজনৈতিক ব্যবসায়
সাধারণ জনতা আজীবন কি যাবে ফেসেঁ?
যেন কবর থেকে করছে চিৎকার
গর্জে উঠো আরেক বার
এ সংগ্রাম আমাদের গণতন্ত্রকে রক্ষা করার।
বাক স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য
কত মানুষ অকালে প্রাণ দিল
গণতন্ত্রের গেইটের দরজা আজ তালাবদ্ধ
এমন পরিস্থিতির বাংলাদেশে
শহীদদের ত্যাগের বিনিময়ে কিবা পেল।
আজ পথেঘাটে মানুষ খুন
জঙ্গিবাদের প্রকাশ্যে মানুষ খুনের পরিকল্পনাকেও
হার মানাচ্ছে,
জাতির কি প্রতিবাদের ভাষা জানা নেই
রাঘব বোয়ালরা দেশটাকে মায়ের ভোগে পাঠাচ্ছে।
তবে কি শহীদের রক্ত বৃথা যাবে
রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশে,
গণতন্ত্র নামধারী রাজনৈতিক ব্যবসায়
সাধারণ জনতা আজীবন কি যাবে ফেসেঁ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ৩০/০১/২০১৫ভাল লেখেছেন । ধন্যবাদ ।
-
হাসান কামরুল ২৯/০১/২০১৫বেশ ভালো লাগলো।
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫ভালো লাগলো ........................
-
আবিদ আল আহসান ২৮/০১/২০১৫সুন্দর হইছে
-
স্বপন রোজারিও(১) ২৮/০১/২০১৫ঠিকই লিখেছেন। গণতন্ত্র তালাবন্দি।
-
ফিরোজ মানিক ২৮/০১/২০১৫দেশে নেই কোন গণতন্ত্র, জ্বালাও পুড়াও জুলুমবাজি এটাই আজ মূলমন্ত্র। শুভেচ্ছা রইল।
-
কৌশিক আজাদ প্রণয় ২৮/০১/২০১৫কবিতার উপলব্ধি চমৎকার। তবে এই ধরণের কবিতায় অনুপ্রাস বর্জন করলেই ভাবের বিচ্ছুরণটা ভালো হয়। কেনোনা অনেক ক্ষেত্রে অনুপ্রাস কাব্যকে সংকুচিত করে ফেলে। ভালো লাগা রইলো কবি।
-
হাসান ইমতি ২৮/০১/২০১৫আম কলা আমরা খেতে পাই না
তবুও নামের আম পিছু ছাড়ে না
এ হল সব দোষে দোষী আম জনতা ... -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/০১/২০১৫তাইতো যাচ্ছে। বাংলার মানুষ কে জেগে উঠতে হবে।