সবোর্তম জান্নাত
জানি না মাগো কতটুকু ভালবাসি তোমায়
আমি ধন্য, আমারই জন্ম তোমারী মাতৃকায়।
ভাষা সৈনিক, মুক্তিগামী যোদ্ধাসহ
কত ফুল অকালে ঝরেছে
তবু তোমারী উচ্চশির নোয়াতে দেয়নি
প্রয়োজনে মরেছে, মেরেছে।
পরম সুখে আমরা উড়াচ্ছি
স্বাধীন দেশের স্বাধীন পতাকাখানী
যারা দেশের তরে তাজা প্রাণ
মৃত্যুর মুখে টেলে দিয়েছে
আমরা তাদের কাছে চির ঋণী।
আজ সবুজ শ্যামল স্বপ্নে ঘেরা বাংলাদেশ
আলোকিত আজ বিশ্ব দরবারে
বাধার দেয়াল ভেঙে ছারকার করেছে
জন্মভূমি গরিয়সি বুকে ধারণ করে।
হে বিশ্বপিতা করুনাময় প্রভূ
তোমারী কাছে একটাই ফরিয়াদ
যারা দেশ মাতৃকার টানে শহীদ হয়েছে
তাদের যেন ঠাই হয় সবোর্তম জান্নাত।
আমি ধন্য, আমারই জন্ম তোমারী মাতৃকায়।
ভাষা সৈনিক, মুক্তিগামী যোদ্ধাসহ
কত ফুল অকালে ঝরেছে
তবু তোমারী উচ্চশির নোয়াতে দেয়নি
প্রয়োজনে মরেছে, মেরেছে।
পরম সুখে আমরা উড়াচ্ছি
স্বাধীন দেশের স্বাধীন পতাকাখানী
যারা দেশের তরে তাজা প্রাণ
মৃত্যুর মুখে টেলে দিয়েছে
আমরা তাদের কাছে চির ঋণী।
আজ সবুজ শ্যামল স্বপ্নে ঘেরা বাংলাদেশ
আলোকিত আজ বিশ্ব দরবারে
বাধার দেয়াল ভেঙে ছারকার করেছে
জন্মভূমি গরিয়সি বুকে ধারণ করে।
হে বিশ্বপিতা করুনাময় প্রভূ
তোমারী কাছে একটাই ফরিয়াদ
যারা দেশ মাতৃকার টানে শহীদ হয়েছে
তাদের যেন ঠাই হয় সবোর্তম জান্নাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত দাশ আপন ২২/০১/২০১৫ধন্যবাদ কবি, বানানটা ধরিয়া দেওয়ার জন্য। তবে আমি বানানটা অন্যভাবে বুঝাতে চেয়েছিলাম।
-
নাজমুল আহসান ২০/০১/২০১৫তবে ‘সর্বোত্তম’-বানান এভাবে হবে ।
-
নাজমুল আহসান ২০/০১/২০১৫চমৎকার লেখেছেন,ধন্যবাদ
-
প্রদীপ কুমার ২০/০১/২০১৫অনেক ভাল।
-
রফছান খাঁন ১৯/০১/২০১৫সুন্দর লিখেছেন
-
সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫antu mil , chindo, shobdo , bakkay, ar dik kayal raka darkar so very nice . chaluk lekha likhi chaluk anttu hin . . . . . .
-
রাফি বিন শাহাদৎ ১৯/০১/২০১৫অনেক ভাল
-
বেনামী পত্তনদার ১৯/০১/২০১৫স্বাগতম
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৯/০১/২০১৫বাহ দারুন। খুব ভালো লাগলো। আপনার প্রথম লেখা আসরে আপনাকে স্বাগতম। চালিয়ে যান।