অণুগল্পের নাম--দুটো ভাবনা
বাড়ীটা আজ আলোয় সাজানো|সকাল থেকেই সানাইয়ের সুর|প্রতিমার মেয়ের বিয়ে|প্রতিমা রোজ চার পাঁচটে বাড়ীতে রান্নার কাজ করে|অনেক কষ্টে কিছু টাকা জমিয়ে মেয়ের বিয়ে দিচ্ছে|মিসেস মল্লিক এক ধনী পরিবারের গৃহবধূ|ওদের বাড়ীতে প্রতিমা কাজ করে|সন্ধ্যায় প্রতিমার বাড়ীতে নেমন্ত্রণ|বাজারে গেছেন গিফ্ট কিনতে|হাজার রকমারি শাড়ীর মাঝে হঠাত মিসেস মল্লিক বলে উঠলেন--"না না এত দামী শাড়ি দেখানোর দরকার নেই|আমার জন্য কিনবো না|আমার কাজের মাসীর মেয়ের বিয়ে|আপনি কমদামী শাড়ি দেখান|"
------------------------------
আজো আরেক বাড়িতে বিয়ে |তবে আগের থেকে আরো সুন্দর ভাবে সাজানো বাড়ীটা|খুব হইচই|মিসেস মল্লিকের মেয়ের বিয়ে|সন্ধ্যায় নিমন্ত্রণ|প্রতিমা গেছে শাড়ীর দোকানে|অনেকদিন ধরেই টাকা জমাচ্ছিল|হাজারো শাড়ির মাঝে হঠাত প্রতিমা বলল--
"একটু দামী শাড়ি দেখান তো|আমার লগে কিনব নাই|আমার মালিকের মেয়ের বিয়ে"
---------------
সমাপ্ত
------------------------------
আজো আরেক বাড়িতে বিয়ে |তবে আগের থেকে আরো সুন্দর ভাবে সাজানো বাড়ীটা|খুব হইচই|মিসেস মল্লিকের মেয়ের বিয়ে|সন্ধ্যায় নিমন্ত্রণ|প্রতিমা গেছে শাড়ীর দোকানে|অনেকদিন ধরেই টাকা জমাচ্ছিল|হাজারো শাড়ির মাঝে হঠাত প্রতিমা বলল--
"একটু দামী শাড়ি দেখান তো|আমার লগে কিনব নাই|আমার মালিকের মেয়ের বিয়ে"
---------------
সমাপ্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
লিংকন ২০/০৫/২০১৭হাহা
-
শরীফ আহমাদ ১৫/০৫/২০১৭চমৎকার....।শিক্ষণীয়....
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১০/০৫/২০১৭মুগ্ধতা
-
মধু মঙ্গল সিনহা ০৮/০৫/২০১৭খুব ভালো নৈতিক ছোট গল্প ।
-
সাঁঝের তারা ০৭/০৫/২০১৭এমনই তো নিয়ম...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৫/২০১৭সু ন্দ র।