অণুগল্পের নাম--চিঠি
সেদিন বাড়ী এসে রূপা দেখল একখানা খাম দোরগোড়ায় পড়ে,খাম খুলতেই একটা চিঠি|চিঠিটা খুলে পড়তেই অবাক হয়ে গেল সে|আজ তার জন্মদিন,কাজের চাপে নিজেই সে সেটা ভুলে গিয়েছিল|যাইহোক,কিন্তু এই অয়ন ছেলেটি কে,যে তাকে চিঠিটি লিখেছে|কিছুতেই মনে করতে পারল না|
সন্তানহীনা তিনি|স্বামী মারা গেছে আজ পাঁচ বছর হল|সেই তখন থেকেই সব আনন্দ কোথায় যেন হারিয়ে গিয়েছিল|আজ আবার আনন্দিত হল জন্মদিনের শুভেচ্ছা পেয়ে,কিন্তু ছেলেটি কে?????
গত 25মার্চ রূপার গাড়ির ধাক্কায় একজন তরুণী আহত হন|ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল শরীর|তরুণীকে নিজের রক্তদান করে বাঁচিয়েছিলেন রূপা|ডায়েরীটা পড়তে পড়তে অবাক হয়েগেলেন তিনি|অয়ন সেই তরুণীর দশবছরের ছেলের নাম|স্নেহবাত্সল্যের অনুভূতিতে তার চোখে জলের ধারা|চিঠির তলায় লেখা--"তুমি আমার আরেক মা"|এক অন্য আনন্দের অনুভূতি সারা হূদয় জুড়ে||
সন্তানহীনা তিনি|স্বামী মারা গেছে আজ পাঁচ বছর হল|সেই তখন থেকেই সব আনন্দ কোথায় যেন হারিয়ে গিয়েছিল|আজ আবার আনন্দিত হল জন্মদিনের শুভেচ্ছা পেয়ে,কিন্তু ছেলেটি কে?????
গত 25মার্চ রূপার গাড়ির ধাক্কায় একজন তরুণী আহত হন|ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল শরীর|তরুণীকে নিজের রক্তদান করে বাঁচিয়েছিলেন রূপা|ডায়েরীটা পড়তে পড়তে অবাক হয়েগেলেন তিনি|অয়ন সেই তরুণীর দশবছরের ছেলের নাম|স্নেহবাত্সল্যের অনুভূতিতে তার চোখে জলের ধারা|চিঠির তলায় লেখা--"তুমি আমার আরেক মা"|এক অন্য আনন্দের অনুভূতি সারা হূদয় জুড়ে||
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপর্ণা পাল(দেবী) ০৭/০৫/২০১৭ধন্যবাদ
-
শেলি ০১/০৫/২০১৭সুন্দর লেখা
-
মুক্ত মনের বিহঙ্গ ভাবনা ৩০/০৪/২০১৭অনবদ্য সৃষ্টি
ধন্যবাদ লেখিকা তোমায়!!! -
মোঃ ইমরান হোসেন (ইমু) ৩০/০৪/২০১৭একটা সত্যি কতা বলি!
সত্যিই আপনি লেখালেখির দেবী হয়েই আমাদের মাঝে আগমন করেছেন। আপনাকে প্রণাম না দিয়ে পারছি না দেবী!!
সত্যিই আপনি এক অভূতপূর্ব সাড়া জাগাবেন আমাদের মাঝে, আপনার কাব্যশক্তি দিয়ে।
আপনার জন্য এক হৃদয় আশীর্বাদ রইল, দেবী!!!