www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অণুগল্প

গল্পের নাম----
----অপরাধ----
নিবেদিতা খাতায় অঙ্কটা করে নিয়ে
ম্যাডামকে দেখাতে উঠে দাঁড়াল|
ক্লাসে
বাকিদের প্রায় প্রত্যেকেই পড়ায়
অমনোযোগী|তাই ক্লাসে পড়া
ধরলে শুধু
নিবেদিতাই উত্তর দেয়|স্যার
ম্যাডামরাও
নিবেদিতাকে খুব ভালো মেয়ে
হিসাবে
চেনে|বরাবর ফার্স্ট হয় সে|তার
নম্বরের
কাছাকাছি নম্বর ও কেউ পায় না|
ক্লাসের
সবথেকে বাজে ছেলে
বাপ্পা,রাকেশ,সি
ধু,এরা একেবারেই সহ্য করতে পারে
না
নিবেদিতাকে|নিবেদিতা ক্লাসে
এলেই ওরা
বিরক্ত হয়|কারণ নিবেদিতা পড়া
পারে
বলেই স্যার ম্যাডামরা তাদের বকে|
একদিন
হেডমাষ্টার ক্লাসে এসে নিবেদিতা
ছাড়া
কেউ পড়া বলতে পারেনি বলে
সবাইকে
ক্লাস থেকে বের করে দেন|প্রচন্ড
গরমে
ক্লাসের বাইরে|পুরো রাগ গিয়ে
পড়ে
নিবেদিতার উপর|সেদিন
বিকেলবেলা
টিউশন গেছল নিবেদিতা|ফেরার
পথে
হঠাত বৃষ্টি নামল|সাথে ঝড় ও
উঠল|
সেদিন রিমা ও যায়নি|রিমা
নিবেদিতার
বান্ধবী|হয়তো এ সুযোগের
অপেক্ষা
করছিল বাপ্পারা|রাতের অন্ধকারে
পাশবিক প্রবৃত্তির বশে তারা
ঝাঁপিয়ে
পড়ল নিবেদিতার ওপর|অত্যাচারের
শিকার হল নিবেদিতা|শুধু তাই
নয়,কথা
জানাজানি হয়ে যাওয়ার ভয়ে
নিবেদিতাকে
শেষ পর্যন্ত প্রাণেও মেরে দেয়|
ক্লাসে মনোযোগী হওয়াটাই
বোধহয়
নিবেদিতার অপরাধ||
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরশ ২৭/০৪/২০১৭
    দারুন
  • ফয়জুল মহী ২৬/০৪/২০১৭
    জুতসই লিখনী ,মুগ্ধ হলাম
  • শেলি ২৫/০৪/২০১৭
    আজকের দিনে কি এমন হয়?
  • ভালো থিম নিয়ে কাজ করার জন্য
    প্রণাম তোমায়, দেবী!!!
    • অপর্ণা পাল(দেবী) ৩০/০৪/২০১৭
      আপনাকেও ধন্যবাদ আর প্রণাম
  • ঘটনাটি মর্মান্তিক। কিন্তু গল্পে আগ্রহভাব কোথায়?
  • তাবেরী ২৫/০৪/২০১৭
    সুন্দর।
  • সন্দীপ দাস ২৫/০৪/২০১৭
    ভাল লাগল
 
Quantcast