প্রতিদান
আমাকে আঘাত দিওনা, আমি তোমাদের ভালবাসা দেব
আমাকে দুঃখ দিওনা, আমি কাঁদতে পারবোনা
আমার চোখে আর জল নেই
আমার দুচোখ আজ মরুভূমির মত শুষ্ক
আমার বুকে আজ দারুন ক্ষরা, খাঁ খাঁ রোদ্দুর
আমি তৃষিত চাতকের মতো অধীর হয়ে রই
একটু জলের জন্য, একটু ভালবাসার জন্য
আমাকে ভালবাসা দাও, আমি তোমাকে
কড়ায় গণ্ডায় সেই ভালবাসা ফিরিয়ে দেবো
বুকের রক্ত দিয়ে শোধ করব তোমার প্রেমের ঋণ
আমাকে দুঃখ দিওনা, আমি কাঁদতে পারবোনা
আমার চোখে আর জল নেই
আমার দুচোখ আজ মরুভূমির মত শুষ্ক
আমার বুকে আজ দারুন ক্ষরা, খাঁ খাঁ রোদ্দুর
আমি তৃষিত চাতকের মতো অধীর হয়ে রই
একটু জলের জন্য, একটু ভালবাসার জন্য
আমাকে ভালবাসা দাও, আমি তোমাকে
কড়ায় গণ্ডায় সেই ভালবাসা ফিরিয়ে দেবো
বুকের রক্ত দিয়ে শোধ করব তোমার প্রেমের ঋণ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২১/০৮/২০১৭অ পূ র্ব
-
একরামুল হক ২০/০৮/২০১৭অসাধারণ:
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৮/২০১৭অনেক ভালো হয়েছে। ভালো থাকুন।
-
কামরুজ্জামান সাদ ২০/০৮/২০১৭সুন্দর কথামালা
-
ফয়েজ উল্লাহ রবি ১৯/০৮/২০১৭আমায় যদি দুঃখ দাও
সইবো কেমনে,
সুখ দিতে যে এলাম আমি
রইবো কেমনে।
আমি হাসির ঝুড়ি নিয়ে ঘুরি
পথে বন্দরে,
কাঁদে মন দুঃখ দেখে, বুঝ
মানে না অন্তরে।
সুন্দর লিখেছেন শুভেচ্ছা রইল।