ইচ্ছামৃত্যু
কীভাবে মরবে তুমি
কীভাবে মরতে চাও বল
ঝটপট সিদ্ধান্ত নাও কেমন মৃত্যু কাম্য তোমার
সন্ত্রাসীর বুলেটে এফোঁড় ওফোঁড় হয়ে
অথবা ধারালো অস্ত্রের নির্মম আঘাতে
নাকি গ্রেনেড বিস্ফোরণে ছিন্ন ভিন্ন লাশ হতে চাও
হতে পার বহুখন্ডে খণ্ডিত বস্তাবন্দী টুকরো লাশ
অতঃপর নদীর তলে মাছেদের খাবার কিংবা
ডাস্টবিনে অভুক্ত কুকুরের আহার ও হতে পার চাইলে
ধর্মঘটী চিকিৎসকের নিদারুণ অবহেলায়
বিনাচিকিৎসা কিংবা অপচিকিৎসায় মরতে চাও
নাকি মরতে চাও পাষণ্ড শিক্ষকের নির্মম প্রহারের শিকার হয়ে
থানা হাজতে পুলিশের নির্মম নিযাতনের শিকার হয়ে
কিংবা র্যাবের ক্রসফায়ারে মরতে চাও
নাকি চাও উন্মক্ত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে
করুণ বীভৎস কোন মৃত্যু
ধর্ষিতার অপমান কিংবা যৌতূকের গ্লানি বুকে নিয়ে
করুণ আত্মহননের পথও বেছে নিতে পার চাইলে
শুধু একবার বল কেমন মৃত্যু চাও তুমি
মনে রেখ এই দেশে তোমার সবধরনের মৃত্যুর গ্যারান্টি আছে
শুধু স্বাভাবিক মৃত্যু ছাড়া!......
কীভাবে মরতে চাও বল
ঝটপট সিদ্ধান্ত নাও কেমন মৃত্যু কাম্য তোমার
সন্ত্রাসীর বুলেটে এফোঁড় ওফোঁড় হয়ে
অথবা ধারালো অস্ত্রের নির্মম আঘাতে
নাকি গ্রেনেড বিস্ফোরণে ছিন্ন ভিন্ন লাশ হতে চাও
হতে পার বহুখন্ডে খণ্ডিত বস্তাবন্দী টুকরো লাশ
অতঃপর নদীর তলে মাছেদের খাবার কিংবা
ডাস্টবিনে অভুক্ত কুকুরের আহার ও হতে পার চাইলে
ধর্মঘটী চিকিৎসকের নিদারুণ অবহেলায়
বিনাচিকিৎসা কিংবা অপচিকিৎসায় মরতে চাও
নাকি মরতে চাও পাষণ্ড শিক্ষকের নির্মম প্রহারের শিকার হয়ে
থানা হাজতে পুলিশের নির্মম নিযাতনের শিকার হয়ে
কিংবা র্যাবের ক্রসফায়ারে মরতে চাও
নাকি চাও উন্মক্ত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে
করুণ বীভৎস কোন মৃত্যু
ধর্ষিতার অপমান কিংবা যৌতূকের গ্লানি বুকে নিয়ে
করুণ আত্মহননের পথও বেছে নিতে পার চাইলে
শুধু একবার বল কেমন মৃত্যু চাও তুমি
মনে রেখ এই দেশে তোমার সবধরনের মৃত্যুর গ্যারান্টি আছে
শুধু স্বাভাবিক মৃত্যু ছাড়া!......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুহেল ইবনে ইসহাক ১৩/০৮/২০১৫Chomotker presentation ...
-
নাবিক ১২/০৮/২০১৫কীভাবে যে মরতে হবে সেটাই ভাবছি
-
দ্বীপ সরকার ১২/০৮/২০১৫নামতেন খুব সুন্দর। বডিটাও সুন্দর।
-
মোবারক হোসেন ১১/০৮/২০১৫চমৎকার ব্যঙ্গাত্নক লিখা।বাস্তব বোধ হয় এটায়।ধন্যবাদ
কবিকে। -
রইস উদ্দিন খান আকাশ ১১/০৮/২০১৫বেশ ভিন্ন বিষয়ক
-
অভিষেক মিত্র ১১/০৮/২০১৫ভালো
-
কিশোর কারুণিক ১০/০৮/২০১৫ভাল