দুঃখওয়ালা
তুই কি মেয়ে দুঃখ নিবি
কষ্টগুলো সাজিয়ে গুছিয়ে, খুব যতনে
র্যাপিং পেপার মুড়ে দেবো, তুই কি নিবি
অশ্রুগুলো যত্নকরে, ঝা-চকচকে কাঁচের গ্লাসে
ভরে দেবো, হাত বাড়িয়ে তাই কি নিবি
তুই কি মেয়ে আঁধার নিবি
অমাবস্যায় দীঘল কালো রাত্রি দেবো
সন্ধ্যা-ভোরে আঁজলা ভরে জ্যোৎস্না খাবো
জ্যোৎস্নাহারা চাঁদের পানে হাত বাড়াবি
তুই কি মেয়ে আমায় নিবি
বুকের ভিতর চিনচিনে এক ব্যাথা হবো
সকাল বিকাল কষ্ট দেবো
তবুও কি এমন করে ভালোবাসবি?
কষ্টগুলো সাজিয়ে গুছিয়ে, খুব যতনে
র্যাপিং পেপার মুড়ে দেবো, তুই কি নিবি
অশ্রুগুলো যত্নকরে, ঝা-চকচকে কাঁচের গ্লাসে
ভরে দেবো, হাত বাড়িয়ে তাই কি নিবি
তুই কি মেয়ে আঁধার নিবি
অমাবস্যায় দীঘল কালো রাত্রি দেবো
সন্ধ্যা-ভোরে আঁজলা ভরে জ্যোৎস্না খাবো
জ্যোৎস্নাহারা চাঁদের পানে হাত বাড়াবি
তুই কি মেয়ে আমায় নিবি
বুকের ভিতর চিনচিনে এক ব্যাথা হবো
সকাল বিকাল কষ্ট দেবো
তবুও কি এমন করে ভালোবাসবি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আতাউর রহমান ০৫/০৮/২০১৫অসাধারণ!!!
-
শ্রীতরুণ গিরি ০৫/০৮/২০১৫ভালো লাগল।
-
জহরলাল মজুমদার ০৫/০৮/২০১৫ভাল
-
মোঃ আব্দুল হাফিজ ০৫/০৮/২০১৫বেশ বেশ
-
অভিষেক মিত্র ০৫/০৮/২০১৫ভালো লাগলো।
-
কিশোর কারুণিক ০৫/০৮/২০১৫ভাল
-
পিয়ালী দত্ত ০৪/০৮/২০১৫খুব ভাল কবি...