দুঃখ পোষার গল্প
আমি খুব দুঃখ পুষে রাখি
বুকের ভিতর ছোট্ট ঘরে, দুঃখ যেন
চন্ঞলা এক চড়ই পাখি
যত্নকরে খাবার দিয়ে, আদর দিয়ে
আমি তাকে বাঁচিয়ে রাখি
আমি কেন দুঃখ পুষি?
দুঃখ আমায় কাঁদায়, আবার দুঃখ আমায় বাঁচায়
তাই কি আমি দুঃখ পেতে ভালোবাসি?
মানিব্যাগের গোপন ভাঁজে, খুব যতনে
দুঃখগুলো গুছিয়ে রাখি
বুকশেলফের তাকে তাকে, দুঃখগুলো সাজিয়ে রাখি
স্মৃতির পাতায় এলোমেলো, কষ্টগুলো লিখে রাখি
এসব শুনে হাসছ খুব
ভাবছ আমি ভীষণ বোকা, পাগল বুঝি
তবে এবার খুলিই বলি
দুঃখগুলো তোমার দেয়া, তাই এত ভালোবাসি...
বুকের ভিতর ছোট্ট ঘরে, দুঃখ যেন
চন্ঞলা এক চড়ই পাখি
যত্নকরে খাবার দিয়ে, আদর দিয়ে
আমি তাকে বাঁচিয়ে রাখি
আমি কেন দুঃখ পুষি?
দুঃখ আমায় কাঁদায়, আবার দুঃখ আমায় বাঁচায়
তাই কি আমি দুঃখ পেতে ভালোবাসি?
মানিব্যাগের গোপন ভাঁজে, খুব যতনে
দুঃখগুলো গুছিয়ে রাখি
বুকশেলফের তাকে তাকে, দুঃখগুলো সাজিয়ে রাখি
স্মৃতির পাতায় এলোমেলো, কষ্টগুলো লিখে রাখি
এসব শুনে হাসছ খুব
ভাবছ আমি ভীষণ বোকা, পাগল বুঝি
তবে এবার খুলিই বলি
দুঃখগুলো তোমার দেয়া, তাই এত ভালোবাসি...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৮/০৩/২০১৫চমৎকার...।
-
সবুজ আহমেদ কক্স ২৬/০৩/২০১৫বেশ সুন্দর লিখা
-
আবিদ আল আহসান ২৫/০৩/২০১৫Nice
-
পিয়ালী দত্ত ২৪/০৩/২০১৫খুব ভাল
-
শম্পা ২৪/০৩/২০১৫মনের মানুষের সঙ্গে যুক্ত সব কিছু নিজের করে নেওয়া যায়। ভালো লিখেছেন।