তুমি-আমি
কোন তারাটা তুমি হবে
কোন তারাটা আমি
এক আকাশের কোন কোণাতে থাকব পাশাপাশি
কোন তরীতে তুমি যাবে
কোন তরীতে আমি
কোন নদীতে হব দুজন প্রেমের ঘাটের মাঝি
কোন ফুলেতে সাজবে তুমি
কোন সুরেতে গাইবে
কোন পাখিটার গান শুনে আকুল হয়ে রইবে
কোন গাঁয়ের মেঠো পথে
নুপুর পায়ে চলবে
উদাস করা কোন দুপুরে আমায় কাছে ডাকবে?
কোন তারাটা আমি
এক আকাশের কোন কোণাতে থাকব পাশাপাশি
কোন তরীতে তুমি যাবে
কোন তরীতে আমি
কোন নদীতে হব দুজন প্রেমের ঘাটের মাঝি
কোন ফুলেতে সাজবে তুমি
কোন সুরেতে গাইবে
কোন পাখিটার গান শুনে আকুল হয়ে রইবে
কোন গাঁয়ের মেঠো পথে
নুপুর পায়ে চলবে
উদাস করা কোন দুপুরে আমায় কাছে ডাকবে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সালু আলমগীর ১৫/০৭/২০১৪চমৎকার একটি লেখা পড়লাম।
-
রুখ্সানা কাজল ১৫/০৭/২০১৪ছন্দের কবিতা। ভাল লাগল।
-
কবি মোঃ ইকবাল ১৪/০৭/২০১৪বাহ্ কবি, মুগ্ধ হলাম লিখনীতে। বেশ সুন্দর ভাবনার লিখনী। শুভেচ্ছা রইলো কবি।।
-
রামবল্লভ দাস ১৩/০৭/২০১৪দারুণ । ভালোই ।
-
সাইদুর রহমান ১৩/০৭/২০১৪স্বচ্ছ সুন্দর কবিতাটি।
-
নির্জন ১৩/০৭/২০১৪সেই দুপুর আসুক তখন আপনাকে ডাকবেই। অসাধারণ হয়েছে।